Aishwariya on Alia: 'আলিয়া তো ভাল সুযোগ কোলে নিয়ে বসে থাকে', মন্তব্য ঐশ্বর্য্যর
Aishwariya Rai on Alia Bhatt: সুযোগ যে আলিয়া পেয়েছেন একথা অস্বীকার করতে পারবে না বলিউড। রুপোলি পর্দায় তিনি পা রেখেছিলেন বড় প্রযোজনা সংস্থার হাত ধরে।
![Aishwariya on Alia: 'আলিয়া তো ভাল সুযোগ কোলে নিয়ে বসে থাকে', মন্তব্য ঐশ্বর্য্যর Aishwariya on Alia: Great Opportunities Are Literally On Her Lap: Aishwarya Rai Bachchan Takes A Dig At Alia Bhatt In Old Interview, Know in details Aishwariya on Alia: 'আলিয়া তো ভাল সুযোগ কোলে নিয়ে বসে থাকে', মন্তব্য ঐশ্বর্য্যর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/23/3e8b9ba0f72c35748725a7099aec3433167955922449249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একটা সময় আলিয়া ভট্টের (Alia Bhatt)-এর সঙ্গে কার্যত জুড়ে গিয়েছিল একটা শব্দ। নেপোটিজম। যার বাংলা পক্ষপাতিত্ব। কেরিয়ারের একেবারে শুরু থেকেই নাকি বহু বড় ছবির সুযোগ পেয়েছেন আলিয়া, আর সেই প্রতিটি ছবিই হিট হয়েছে। কখনও প্রযোজনা সংস্থা, কখনও বড় নাম, আলিয়া ভট্টকে নাকি অভিনয় সত্ত্বা প্রমাণ করতেই হয়নি। তবে নিন্দুকেরা এই কথা বললেও বিভিন্ন ছবিতে আলিয়া প্রমাণ করে দিয়েছে, তিনি জাত অভিনেত্রী।
তবে সুযোগ যে আলিয়া পেয়েছেন একথা অস্বীকার করতে পারবে না বলিউড। রুপোলি পর্দায় তিনি পা রেখেছিলেন বড় প্রযোজনা সংস্থার হাত ধরে। আর তার পরেও হাতে এসেছে একের পর এক সুযোগ। আলিয়াকে কখনও ফিরে তাকাতে হয়নি। সেই কথাই ফের একবার শোনা গেল বলিউডের রাইসুন্দরী ঐশ্বর্য্যরাই বচ্চন (Aishwariya Rai Bacchan)-এর মুখে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর পুরনো একটি সাক্ষাৎকার।
সেখানে ঐশ্বর্য্যকে বলতে শোনা গেল, 'আমি নিজেই আলিয়াকে এই কথা বহুবার বলেছি। যে ধরনের সমর্থন একেবারে কেরিয়ারের প্রথম থেকে কর্ণ (Karan Johar) ওকে করেছে, যে ধরনের স্থায়িত্ব, খ্যাতি, ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আলিয়ার মনে হয়েছে ছবিতে কাজ পাওয়া ততটাও কঠিন নয়। একজন অভিনেত্রী হিসেবে এটা বুঝে যাওয়া খুব শান্তির যে তোমার সামনে কেবলমাত্র ভাল সুযোগই রয়েছে।'
আরও পড়ুন: Kangana Ranaut: 'থালাইভি' অসফল, ক্ষতিপূরণ দাবি করা হয়েছে কঙ্গনার থেকে? কী বলছেন অভিনেত্রী?
ঐশ্বর্য্য আরও বলেন, 'তবে যেটা উল্লেখ্য, ও ভাল কাজও করছে। সুযোগগুলো কাজে লাগাচ্ছে। তবে ছবির সুযোগ সবসময় যেন আলিয়ার কোলে বলে থাকে।'
তবে ঐশ্বর্য্যর এই মন্তব্য নিয়ে বিতর্কও চলেছে নেটাগরিকদের মধ্যে। অনেকে আবার তুলে এনেছেন পুরনো খবর যেখানে লেখা, 'হাইওয়ে' ছবিতে আলিয়াকে কাস্ট করার জন্য ইমতেয়াজ আলির কাছে আবেদন করেছিলেন খোদ কর্ণ জোহর। অনেকে আবার লিখেছেন, একসময় কঠিন পরিশ্রম করে কাজ পেতেন এঁরা। কোনওরকম সুবিধা পাননি। উনি একেবারে ঠিক কথাই বলেছেন।
তবে হিতে বিপরীত হয়ে অনেকেই আবার চটেছেন রাইসুন্দরীর ওপর। তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তাঁর স্বামীকে নিয়ে। বলেছেন, পর্যাপ্ত সুযোগ পাওয়ার পরেও অভিনয় জগতে দাগ কাটতে পারেননি অভিষেক।
When #AishwaryaRaiBachchan took a sly dig at #AliaBhatt's nepotistic privilege: "Opportunities Are There On Her Lap Regularly" pic.twitter.com/frC4LgluJl
— Rahul Chauhan (@RahulCh9290) March 19, 2023
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)