Abhishek-Aishwarya: বিচ্ছেদের গুঞ্জন, আলাদা থাকছেন.. তবু জন্মদিনে অভিষেকের জন্য বিশেষ বার্তা ঐশ্বর্য্যের
Aishwarya Rai Bachchan: এখন বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারে ভাঙনের খবর। অভিষেক-ঐশ্বর্য্যের নাকি সম্পর্ক ভাঙতে বসেছে

কলকাতা: দিনভর অপেক্ষার পরে, অবশেষে সোশ্যাল মিডিয়ায় স্বামীকে শুভেচ্ছা জানালেন বচ্চন-বধূ। ঐশ্বর্য্য রাই বচ্চন (Ainshwariya Rai Bacchan)। আজ, অভিষেক বচ্চনের (Abhishek Bacchan) জন্মদিন। সম্পর্কের ভাঙন, গুঞ্জনের মধ্যে অবশেষে সোশ্যাল মিডিয়ায় অভিষেককে শুভেচ্ছা জানালেন ঐশ্বর্য্য।
এখন বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারে ভাঙনের খবর। অভিষেক-ঐশ্বর্য্যের নাকি সম্পর্ক ভাঙতে বসেছে। দীর্ঘদিন আগেই নাকি বাড়ি ছেড়েছেন ঐশ্বর্য্য, থাকছেন বাপের বাড়িতে। এমনকি মেয়ে আরাধ্যাও নাকি থাকছেন ঐশ্বর্য্যের সঙ্গে। নিজের জন্মদিনে স্বামী বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনও শুভেচ্ছাবার্তাই পাননি ঐশ্বর্য্য। তবে স্বামীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন ঐশ্বর্য্য।
নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের, অভিষেকের ও আরাধ্যার একটি ছবি পোস্ট করেন অভিষেক। আর অপর ছবিটি অভিষেক বচ্চনেরই। তবে এক্কেবারে ছোটবেলার। ছবি দেখে যেন চেনাই দায় অভিনেতাকে। ক্যাপশানে ঐশ্বর্য্য লিখলেন, 'তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুশি, ভালবাসা আর শান্তিতে ভরে উঠুক তোমার জীবন। ভগবান তোমার মঙ্গল করুন। চিরকাল ঝলমল করো।'
সদ্য 'দ্য আর্চিজ' (The Archies) ছবির প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল গোটা বচ্চন পরিবারকে। তাতে অবশ্য অনেকে মনে করেছিলেন, বরফ গলল বুঝি। তবে কোথায় কি.. একসঙ্গে ছবি তুললেও, ছবির প্রিমিয়ারে কথাই বলেননি অভিষেক-ঐশ্বর্য্য। সোশ্যাল মিডিয়ায় অনেকদিন আগেই ঐশ্বর্য্যকে আনফলো করে দিয়েছিলেন অমিতাভ। আজ, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেও অভিষেককে ট্যাগ করেননি তিনি। অভিষেক অবশ্য ঐশ্বর্য্যের পোস্টে কোনও উত্তর দেননি। কমেন্টবক্সে অবশ্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চনকে।
আজ পোস্ট করা ঐশ্বর্য্যের ছবিতে দেখা গেল তিনজনেই লাল পোশাক পরেছেন। ছবিটা সম্ভবত পুরনো। সোশ্যাল মিডিয়ায় পুরনো সেই ছবি শেয়ার করেই কি যাবতীয় সমস্যা মেটানোর দিতে পা বাড়ালেন ঐশ্বর্য্য? আর তার জন্য কি ঐশ্বর্য্য বেছে নিলেন অভিষেকের জন্মদিনকেই? তার উত্তর দেবে সময়।
View this post on Instagram
আরও পড়ুন: Mimi Chakraborty: সাহসী সাংসদ...শখপূরণ করতে গিয়ে সমুদ্রের জলে ডুব মিমির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
