Son of Sardaar 2: 'সন অফ সর্দার ২'-এর জন্য কোনও পারিশ্রমিক নেননি অজয় দেবগণ! বাকিরা নিয়েছেন কোটি কোটি টাকা!
Ajay Devgan: সবচেয়ে অবাক করার মতো কথা হল, 'সন অফ সর্দার ২'-এর জন্য অজয় দেবগণ কোনো পারিশ্রমিক নেননি, অন্যদিকে অন্যান্য শিল্পীরা কোটি কোটি ও লক্ষ লক্ষ টাকা নিয়েছেন।

কলকাতা: অজয় দেবগণের (Ajay Devgan) নতুন সিনেমা 'সন অফ সর্দার ২' (Son of Sardaar 2) -এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। সিনেমাটি ১ অগাস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আর তার আগে প্রকাশ্যে এসেছে এই সিনেমা সংক্রান্ত বেশ কিছু নতুন তথ্য। এই সিনেমার জন্য অভিনেতা অভিনেত্রীরা কত টাকা নিয়েছেন ও এই সিনেমার বাজেট কত, তা প্রকাশ্যে এসেছে। সবচেয়ে অবাক করার মতো কথা হল, 'সন অফ সর্দার ২'-এর জন্য অজয় দেবগণ কোনো পারিশ্রমিক নেননি, অন্যদিকে অন্যান্য শিল্পীরা কোটি কোটি ও লক্ষ লক্ষ টাকা নিয়েছেন।
সর্বশেষ সূত্রের পাওয়া খবর অনুযায়ী, 'সন অফ সর্দার ২'-এর বাজেট ১০০ কোটি টাকা। এই সিনেমার জন্য অজয় দেবগণ কোনো পারিশ্রমিক নেননি কারণ এই ফিল্ম জিও স্টুডিও এবং টি-সিরিজের সঙ্গে তাঁর প্রোডাকশন হাউস প্যানোরামা স্টুডিওর ব্যানারে তৈরি হয়েছে। অজয় দেবগণ চুক্তি করেছেন যে 'সন অফ সর্দার ২'- ছবিটি যা লাভ করবে, তার থেকে নিজের লভ্যাংশ বুঝে নেবেন তিনি।
'সন অফ সর্দার ২'-এর স্টার কাস্টের পারিশ্রমিক
- 'সন অফ সর্দার ২'-এ ম্রূণাল ঠাকুরকে মুখ্য অভিনেত্রী হিসেবে দেখা দেবেন। জানা যাচ্ছে এই সিনেমার জন্য অভিনেত্রী ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
- ম্রূণাল ঠাকুর অন্যান্য স্টার কাস্টদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন।
- চাঙ্কি পান্ডে 'সন অফ সর্দার ২'-এর জন্য ১ কোটি টাকা নিয়েছেন, অন্যদিকে রবি কিশন ৫০ লক্ষ টাকা নিয়েছেন।
- সঞ্জয় মিশ্র ও অজয় দেবগণের এই সিনেমার অংশ। তাঁর অভিনয়ের জন্য তিনি ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন।
- অশ্বিনী কালসেকরও 'সন অফ সর্দার ২'-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার জন্য তিনি ১০ লক্ষ টাকা পেয়েছেন।
- অন্যদিকে, শরদ সাক্সেনাকে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে।
- এছাড়াও দীপিকা ডোবরিয়ালকেও ফিল্মের জন্য ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
- ফিল্মে কুবরা সাইত এবং রৌশনি ওয়ালিয়াও দেখা দেবেন।
১৩ বছর পরে আসছে 'সন অফ সর্দার'-এর সিক্যুয়াল
'সন অফ সর্দার ২' হল ২০১২ সালের ফিল্ম 'সন অফ সর্দার'-এর সিক্যুয়েল। অজয় দেবগণের এই সিক্যুয়েল সিনেমাটি ১৩ বছর পর আসছে। সিক্যুয়েলে সোনাক্ষী সিনহার পরিবর্তে ম্রূণাল ঠাকুরকে দেখা যাবে। অন্যদিকে, সঞ্জয় দত্তের জায়গায় রবি কিশন এসেছেন।






















