ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.১২.২৫) পর্ব ২: সাময়িক স্বস্তি চাকরিহারাদের, ২৬-এর অগাস্ট পর্যন্ত চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট
Ghantakhanek Sange Suman : নাগরিকত্ব-ক্ষোভে ফুঁসছে মতুয়ারা, মুসলিম-অধিকার রক্ষায় আলাদা দল হুমায়ুনের। সংখ্যালঘু ও মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে সিঁদুরে মেঘ তৃণমূল-বিজেপি দুই শিবিরেই। '৯০% লোককেই শুনানিতে যেতে হবে' SIR-এ মতুয়াদের হয়রানির আশঙ্কা খোদ ঠাকুরনগরের বিজেপি-বিধায়কের। মতুয়াদের ক্ষোভে প্রলেপ দিতেই শনিবার রানাঘাটে প্রধানমন্ত্রী? 'বাধা দিচ্ছে তৃণমূল,' প্রস্তাবিত বাবরি মসজিদের জমির কাছেই নতুন দলের সভা করবেন হুমায়ুন কবীর। সাময়িক স্বস্তি চাকরিহারাদের, ২৬-এর অগাস্ট পর্যন্ত চাকরির মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। ফের পথে SSC-র চাকরিপ্রার্থীরা, চপ মুড়ি ও কেটলি নিয়ে প্রতিবাদ।
মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের তুমুল বাগবিতণ্ডা। শীতের আমেজের মধ্যেও আজ উত্তপ্ত হয়ে উঠল কলকাতা পুরসভা। প্রধানমন্ত্রীর 'বঙ্কিমদা' মন্তব্যের পাশপাশি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অভিযোগে, নিন্দা প্রস্তাব পেশ করেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। সেই প্রসঙ্গেই বক্তব্য রাখতে যান মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায় এমন একটা স্তরে, তার অপমান বর্তমান প্রধানমন্ত্রী যদি করতে চান, পারবেন না। কারণ ওই স্তরে তিনি উঠতে পারবেন না। তখনই বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন,
স্য়র আপনিও তো মিনি পাকিস্তান বলেন। এর পরই উত্তেজিত হয়ে পড়েন মেয়র।






























