Ajay Devgn-Sudeep Row: 'হিন্দি রাষ্ট্রীয় ভাষা নয়', অজয়-কিচ্চা বিতর্কে সরব প্রাক্তন কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
Ajay Devgn-Sudeep Row: সিদ্দারামাইয়া এদিন লেখেন, 'হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা কখনও ছিল না এবং কখনও হবেও না। প্রত্যেক ভারতীয়র এটা কর্তব্য যে আমাদের দেশের ভাষাগত বৈচিত্র্যের সম্মান করা।'
নয়াদিল্লি: হিন্দি ভাষা (Hindi) কি আমাদের দেশের রাষ্ট্রীয় ভাষা (National Language)? এই বিতর্ক চলছে গতকাল থেকে। দক্ষিণী তারকা কিচ্চা সুদীপ (Kiccha Sudeep) ও বলিউড তারকা অজয় দেবগণের (Ajay Devgn) কথোপকথন ভাইরাল। এবার এই নিয়ে মুখ খুললেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া (Karnataka Chief Minister and Congress leader Siddaramaiah)।
কী বললেন সিদ্দারামাইয়া?
হিন্দি ভাষা বিতর্কে সরব কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি ট্যুইটারে বুধবাপ লেখেন, 'হিন্দি কখনওই আমাদের রাষ্ট্রীয় ভাষা হবে না।'
সিদ্দারামাইয়া এদিন, অজয় দেবগণের ট্যুইটের জবাবে লেখেন, 'হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা কখনও ছিল না এবং কখনও হবেও না। প্রত্যেক ভারতীয়র এটা কর্তব্য যে আমাদের দেশের ভাষাগত বৈচিত্র্যের সম্মান করা। প্রত্যেক ভাষার নিজস্ব সম্বৃদ্ধ ইতিহাস রয়েছে যার জন্য আমাদের গর্বিত বোধ করা উচিত। একজন কন্নড় হিসাবে গর্বিত।'
Hindi was never & will never be our National Language.
— Siddaramaiah (@siddaramaiah) April 27, 2022
It is the duty of every Indian to respect linguistic diversity of our Country.
Each language has its own rich history for its people to be proud of.
I am proud to be a Kannadiga!! https://t.co/SmT2gsfkgO
কিচ্চা সুদীপ - অজয় দেবগণ 'লড়াই'
সম্প্রতি কিচ্চা সুদীপ মন্তব্য করেন যে, হিন্দি (Hindi) আর এই দেশের রাষ্ট্রীয় ভাষা (National Language) নেই। সেখানেই বিতর্কের শুরু।
এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কিচ্চা সুদীপ বলেন, 'হিন্দি এখন আর আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়।' এই মন্তব্যের পরই ট্যুইটার ভাগ হয়ে যায় দুই দলে। একদল কিচ্চার সমর্থনে, অপর দল তাঁকে সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করেন বলিউডের 'সিঙ্ঘম' অজয় দেবগণ।
আরও পড়ুন: Aamir Khan: মেয়েকে সাজালেন মিস্টার পারফেকশনিস্ট, কেমন লাগল সাজ আমির-কন্যার?
ট্যুইটারে কিচ্চা সুদীপের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন অজয়। হিন্দি হরফে লিখে পোস্ট করেন অজয়। তাঁর ট্যুইটের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'কিচ্চা সুদীপ আমার ভাই, আপনার কথা মতো হিন্দি যদি আমাদের রাষ্ট্রীয় ভাষা নাইই হয় তো আপনি আপনাদের মাতৃভাষার সিনেমাগুলিকে হিন্দিতে ডাব করে কেন রিলিজ করান? হিন্দি আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রীয় ভাষা ছিল, আছে আর সবসময়ে থাকবে। জন গণ মন।'
এই পোস্টের উত্তরেই উপরোক্ত মন্তব্য সিদ্দারামাইয়ার।