এক্সপ্লোর
Advertisement
প্রভাসের ‘আদিপুরুষ’ ছবিতে ‘শিব’ অজয় দেবগন, 'রাবণ' সঈফ
একসঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত প্রভাস ও সইফ, দুজনেই। দক্ষিণি সুপারস্টারের কথায়, ’’সইফ আলি খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সুপার এক্সাইটেড। অমন একজন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আমি খুবই ইচ্ছুক।‘‘উচ্ছ্বসিত সইফও। তিনি বলেছেন, ’’ওম দাদার সঙ্গে ফের কাজ করতে পারব ভেবে আমিও রীতিমতো উত্তেজিত। ভাবনা এবং প্রযুক্তিগত দিক থেকে তিনি এতটাই এগিয়ে থাকেন যে ভাবাই যায় না। তানাজির পরে আবার তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সুপার থ্রিলড।‘‘
মুম্বই: একদিকে দক্ষিণি সুপারস্টার প্রভাস। অন্যদিকে বলিউডের অজয় দেবগণ, সইফ আলি খান। ’আদিপুরুষ‘ ছবিতে দেখা যাবে এই ত্রয়ীকে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সিনেমা প্রেমীদের কাছে এ নিয়ে চর্চার অন্ত নেই। এবার জানা গেল, আদিপুরুষ-এ মহাদেবের ভূমিকায় দেখা যাবে ’গঙ্গাজল‘ খ্যাত অজয় দেবগণকে। ’তানাজি‘ ছবিতে সাড়া ফেলে দে্ওয়া ভিলেন সইফ আলি খান ধরা দেবেন খলনায়ক লঙ্কেশ অর্থাৎ রাবণের ভূমিকায়।
’আদিপুরুষ‘ ছবির পরিচালক ওম রাউত। অজয় অবশ্য এর আগেও তাঁর সঙ্গে কাজ করেছেন। তানাজি ছবিতে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন অজয়। তানাজি‘-তে খলনায়কের ভূমিকায় সাড়া ফেলে দিয়েছিলেন শর্মিলা পুত্র সইফ আলি খানও। পরিচালক জানিয়েছেন ’আদিপুরুষ‘ ছবিতে খলনায়কের চরিত্রে সইফ তাঁর প্রথম পছন্দ। একসঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত প্রভাস ও সইফ, দুজনেই। দক্ষিণি সুপারস্টারের কথায়, ’’সইফ আলি খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সুপার এক্সাইটেড। অমন একজন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আমি খুবই ইচ্ছুক।‘‘
উচ্ছ্বসিত সইফও। তিনি বলেছেন, ’’ওম দাদার সঙ্গে ফের কাজ করতে পারব ভেবে আমিও রীতিমতো উত্তেজিত। ভাবনা এবং প্রযুক্তিগত দিক থেকে তিনি এতটাই এগিয়ে থাকেন যে ভাবাই যায় না। তানাজির পরে আবার তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সুপার থ্রিলড।‘‘
সইফ সম্পর্কে যথেষ্ট আশাবাদী পরিচালক নিজেও। এই ছবিতে খলনায়কের ভূমিকায় তিনি আর কাউকে ভাবতে পারছেন না বলেই জানিয়েছেন। পরিচালকের কথায় ’’আমরা একজন দারুণ অভিনেতা খুঁজছিলাম। সইফ আলি ছাড়া আর কেই বা হতে পারে। আমার জীবনে দেখা একজন অন্যতম অভিনেতা সইফ। ব্যক্তিগত ভাবে ওর সঙ্গে কাজ করে আমি দারুণ আনন্দ পাই।‘‘
মহাকাব্য নির্ভর থ্রি ডি এই ছবিতে প্রভাসের লুক সামনে এসেছে বেশ কিছু দিন আগেই। শোনা যাচ্ছে আগামী বছর থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। মুক্তি পাওয়ার কথা ২০২২ সালে। কাউন্টডাউন শুরু হতে ঢের দেরি। তবে তার আগে একটু একটু করে পারদ চড়ছে আদিপুরুষ-কে ঘিরে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement