Ahmedabad Plane Crash: 'বাকরুদ্ধ, হৃদয় বিদারক'.. আমদাবাদের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ অক্ষয়, অভিষেক, রীতেশের
Akshay Kumar: 'আমি বাকরুদ্ধ, অবাক'... লিখছেন অক্ষয় কুমার

নয়াদিল্লি: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। টেক অফের পরেই ভেঙে পড়ল আমদাবাদ থেকে লন্ডনগামী বিমান। বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো লন্ডনগামী ড্রিমলাইনার। ২৪২ জনকে নিয়ে ভেঙে পড়ল বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। এয়ার ইন্ডিয়ার বিমানে থাকায় ২৪২ জনেরই মৃত্যুর আশঙ্কা। আর এই ঘটনায়, শোক প্রকাশ করেছেন বলিউডের একাধিক ব্যক্তিরা। 'হাউজফুল ৫' (Housefull 5) সিনেমাটি সদ্য মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আর এই সিনেমার ৩ অভিনেতা, অক্ষয় কুমার (Akshay Kumar), রীতেশ দেশমুখ (Riteish Deshmukh), অভিষেক বচ্চন (Abhishek Bachchan) সবাই শোকপ্রকাশ করেছেন আমদাবাদের এই ঘটনায়।
কী লিখেছেন অক্ষয় কুমার?
সম্প্রতি সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত ছবি 'হাউসফুল ৫'-এর অভিনেতা অক্ষয় কুমার গুজরাতের আহমেদাবাদে হওয়া এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে লিখেছেন, 'এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কথা শুনে আমি শোকাহত এবং বাকরুদ্ধ। এই মুহূর্তে আমি কেবল প্রার্থনা করতে পারি।'
Shocked and speechless at the Air India crash. Only prayers at this time 🙏
— Akshay Kumar (@akshaykumar) June 12, 2025
কী লিখেছেন অভিষেক বচ্চন?
এই ঘটনার পর অভিষেক বচ্চনও টুইট করেছেন। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে হাত জোড় করার একটি ইমোজি দিয়েছেন এবং লিখেছেন - 'প্রার্থনা'।
Prayers. 🙏🏽
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) June 12, 2025
কী লিখেছেন রীতেশ দেশমুখ?
হাউসফুল ৫-এর তৃতীয় মুখ্য অভিনেতা রীতেশ দেশমুখও দুঃখ প্রকাশ করে টুইট করেছেন এবং লিখেছেন, 'আহমেদাবাদে হওয়া বিমান দুর্ঘটনার দুঃখজনক খবর শুনে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি এবং শোকাহত। সমস্ত যাত্রী, তাদের পরিবার এবং মাটিতে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা। এই কঠিন সময়ে আমি তাঁদের সকলের জন্য প্রার্থনা করি।'
Absolutely heartbroken and in shock after hearing about the tragic plane crash in Ahmedabad. My heart goes out to all the passengers, their families, and everyone affected on the ground. Holding them all in my thoughts and prayers during this incredibly difficult time.
— Riteish Deshmukh (@Riteishd) June 12, 2025
আতঙ্কের নাম আমদাবাদ
সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়েছে এই বিমান, ফলে আহত হয়েছেন ১৫ জন চিকিৎসক। বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ারও মৃত্যুর আশঙ্কা। দুপুর ১.৩৯, আমদাবাদ বিমানবন্দরের ২৩ নং রানওয়ে থেকে টেক অফ করে বিমানটি। বিমান ভেঙে পড়ার আগে ATC-কে 'মে-ডে' বার্তা পাইলটের। ভেঙে পড়ার পর বিমানে বিধ্বংসী আগুন, পুড়ে খাক বহুতল। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। ২০১৩-র ১৪ ডিসেম্বরে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর প্রথম উড়ান। ১২ বছরের পুরনো বিমান বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।






















