এক্সপ্লোর
Advertisement
কে ভেবেছিল! জাতীয় পুরস্কার জয়ের পর অক্ষয়-সোনমের প্রতিক্রিয়া
মুম্বই: ২০ বছরের বেশি বলিউডে কাটিয়ে দিয়েছেন। বক্স অফিসে রয়েছে একের পর এক সুপার ডুপার হিট ছবি। তাঁর অভিনয় ক্ষমতা নিয়েও প্রশ্নের অবকাশ নেই। কিন্তু দীর্ঘ কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার জিতলেন অক্ষয় কুমার।
দঙ্গলের মত মেগাহিট ছবির বাজারেও অক্ষয়ের রুস্তমকে আলাদা করে চোখে পড়েছে বিচারকদের, তাঁকে সেরা নায়কের পুরস্কারে সম্মানিত করেছেন তাঁরা। একইভাবে জুরিরা বিশেষভাবে উল্লেখ করেছেন সোনম কপূরের নাম, তাঁর নীরজা ছবির জন্য। নীরজা সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে।
অক্ষয়-সোনম দু’জনেই এই খবরে অভিভূত। এখন তাঁরা প্যাডম্যান ছবির শ্যুটিং করছেন। সোনম পোস্ট করেছেন এই ছবিটি। নীচে লিখেছেন, হু উড হ্যাভ থট!!
অক্ষয় টুইটারে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, এই পুরস্কার বাবা মা, পরিবার, সর্বোপরি তাঁর স্ত্রীকে উৎসর্গ করেছেন তিনি। জানিয়েছেন, টুইঙ্কল খান্না নাকি প্রায়ই তাঁকে ঠাট্টা করে বলেন, পুরস্কার টুরস্কারের অনুষ্ঠানে যেও না, কারণ তুমি তো আর পাচ্ছ না। যাক দেরি হলেও এসেছে তো!
#NationalFilmAwards : Best Actor for Rustom,countless emotions,very hard to express my gratitude right now but still tried,a big THANK YOU🙏🏻 pic.twitter.com/Wo7mfi6dI8
— Akshay Kumar (@akshaykumar) April 7, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement