Akshay Kumar 'Bhoot Bangla' Movie: জন্মদিনে বড় ঘোষণা! ১৪ বছর পর ফিরছে অক্ষয়-প্রিয়দর্শন জুটি, প্রকাশ্যে 'ভূত বাংলা'র প্রথম লুক
'Bhoot Bangla' Movie: আজ অক্ষয় কুমার পূর্ণ করলেন ৫৭। অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় আপ্লুত অভিনেতা তাঁদের জন্য আনলেন 'রিটার্ন গিফট'। প্রকাশ্যে এল তাঁর নতুন ফিল্ম 'ভূত বাংলা'র প্রথম লুক।
নয়াদিল্লি: ৫৭ পূর্ণ করলেন বলিউডের (Bollywood) তারকা অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। ৯ সেপ্টেম্বর, অর্থাৎ আজ তাঁর জন্মদিন। আর এই দিনেই তিনি নিজের নতুন কাজের ঘোষণা করলেন। অনুরাগীদের জন্য আনলেন 'ভূত বাংলা'র ('Bhoot Bangla') প্রথম লুক (First Look)। ফের তিনি জুটি বাঁধছেন প্রিয়দর্শনের (Priyandarshan) সঙ্গে।
১৪ বছর পর প্রিয়দর্শন-অক্ষয় জুটি, নতুন ছবির প্রথম লুক প্রকাশ্যে
আজ অক্ষয় কুমার পূর্ণ করলেন ৫৭। অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় আপ্লুত অভিনেতা তাঁদের জন্য আনলেন 'রিটার্ন গিফট'। প্রকাশ্যে এল তাঁর নতুন ফিল্ম 'ভূত বাংলা'র প্রথম লুক। এই ছবি বিশেষ কেন? কারণ ১৪ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। এর আগে এই জুটি দর্শকদের মন জয় করে একাধিক হিট ছবি উপহার দিয়েছে।
'হেরা ফেরি'র প্রথম ভাগ, 'ভাগম ভাগ', 'গরম মশালা', 'হালচাল'-এর মতো একাধিক মজার ছবি দর্শক দেখেছেন যেখানে পর্দার নেপথ্যে প্রিয়দর্শন ও পর্দায় অক্ষয় কুমার কাজ করেছেন। অক্ষয় কুমার এবার প্রকাশ্যে আনলেন তাঁদের পরবর্তী একসঙ্গে কাজের নমুনা। প্রথম লুক এল 'ভূত বাংলা' ছবির।
যে ডিজিট্যাল পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে বেড়ালের মতো বাটি থেকে জিভ দিয়ে চেটে দুধ খাচ্ছেন এবং তাঁর কাঁধে চড়ে রয়েছে একটি কালো বেড়াল। অভিনেতার পরনে কালো স্যুট। ক্যাপশনে তিনি লেখেন, 'বছরের পর বছর ধরে আমার জন্মদিনে আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ! এই বছর 'ভূত বাংলা' ছবির প্রথম লুক প্রকাশ করে উদযাপন করছি! ১৪ বছর পর ফের প্রিয়দর্শনের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি অত্যন্ত উত্তেজিত। এই স্বপ্নের কোলাবোরেশন বহুদিন ধরে অপেক্ষায়... এই দারুণ সফর আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায়। ম্যাজিক দেখার জন্য সঙ্গে থাকুন।'
View this post on Instagram
অক্ষয় কুমারের এই পোস্টে শুভেচ্ছার বন্যা অনুরাগীদের। কেউ লিখলেন, 'বাহ্! হাসির উদ্রেক করার জন্য শ্রেষ্ঠ চাবিকাঠি।' অপর একজন লেখেন, 'কিংবদন্তি পুনর্মিলন।' কেউ লিখলেন, 'এর থেকে ভাল ঘোষণা আর কিছু হতে পারত না।'
অক্ষয় কুমারকে শেষ দেখা গিয়েছিল 'খেল খেল মেঁ' ছবিতে। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন তাপসী পন্নু, বাণী কপূর, ফরদিন খান প্রমুখ। অন্যদিকে প্রিয়দর্শনের এই নতুন ছবি মুক্তি পাওয়ার কথা আগামী বছর। এছাড়া অক্ষয়ের হাতে জনপ্রিয় 'হাউজফুল' ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবিও রয়েছে যা পরের বছরই মুক্তি পাওয়ার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।