এক্সপ্লোর
Advertisement
দেখুন মজাদার ভিডিও: অনুষ্কার এই চ্যালেঞ্জ নিতে গিয়ে নাজেহাল হলেন অক্ষয় কুমার
নয়াদিল্লি: অনুষ্কা শর্মা ও বরুণ ধবন বর্তমানে তাঁদের আগামী সিনেমা ‘সুই ধাগা’-র প্রচারে ব্যস্ত। এরইমধ্যে ওই সিনেমা নিয়ে সুই ধাগা চ্যালেঞ্জ শুরু করা হয়েছে। অনুষ্কা ও বরুণ সূঁচে সুতো পরানোর চ্যালেঞ্জ নেওয়ার জন্য শাহরুখ খান ও অক্ষয় কুমারকে মনোনীত করেছেন।
একটি ভিডিও শেয়ার করে বরুণ ও অনুষ্কা বলেছেন, তাঁরা একটা চ্যালেঞ্জ শুরু করছেন। সবচেয়ে কম সময়ে সূঁচে সুতো পরিয়ে এই চ্যালেঞ্জ পূরণ করতে হবে। ভিডিওতে অনুষ্কা শর্মাকে সূঁচে সুতো পরাতে দেখা গিয়েছে। অনুষ্কা শাহরুখ ও বরুণ অক্ষয় কুমারকে এই চ্যালেঞ্জের জন্য মনোনীত করেছেন।
এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য অক্ষয় কুমারের একটা ভিডিও সামনে এসেছে। ভিডিওতে অক্ষয় কুমারকে সূঁচে সুতো পরানোর জোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। অক্ষয় কুমারের এই ভিডিও বেশ ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে, আসলে প্রচুর চেষ্টা করেও সূঁচে সুতো পরাতে পারছেন না অক্ষয়।
এই ভিডিওটি বেশ মজাদার। এই ভিডিও নিয়ে অনুরাগীদেরও প্রচুর প্রতিক্রিয়া এসেছে। অক্ষয় চ্যালেঞ্জ পূর্ণ করতে পারেননি। তবে শাহরুখ এই চ্যালেঞ্জে সফল হবেন বলে অনুরাগীদের অনেকেই আশা প্রকাশ করেছেন। এখন শাহরুখের ভিডিও দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।View this post on InstagramRegrann from @varundvn - Watch if @akshaykumar can complete the #suidhaaga challenge 😂
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement