Akshay Kumar: 'কেশরি ২'-এর জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অক্ষয় কুমার? সত্যিটা কী?
Akshay Kumar News: সম্প্রতি একটি সংবাদমাধ্যমের শো-তে এসেছিলেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। সেখানেই তাঁরা বলেন, এখন ইন্ডাস্টির অনেকেই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্টের দিকে ঝুঁকেছেন

কলকাতা: অক্ষয় কুমারের (Akshay Kumar) নতুন ছবি 'কেশরি ২' সদ্য মুক্তি পেয়েছে। এই ছবিটির মধ্যে যেমন দেশাত্ববোধক একটা বার্তা রয়েছে, তেমনই রয়েছে প্রচুর ট্যুইস্ট। অজানা এক গল্পকে দর্শকদের সামনে তুলে ধকেছে অক্ষয় কুমারের 'কেশরি ২'। চলচ্চিত্রের প্রাথমিক পর্যালোচনায় দেখা যাচ্ছে যে 'কেসরি ২' দর্শকদের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পেয়েছে। ব্যবসায়ী বিশ্লেষকরাও মনে করছেন যে, লম্বা সাপ্তাহিক ছুটি আর প্রচারে ভাল সাড়া পাওয়ার ফলে, ছবিটি ভাল ফল করবে। এই সমস্ত আলোচনার মাধ্যেই, অক্ষয় কুমারের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক পাওয়ার বিষয়েও খবর প্রকাশিত হয়েছে।
অক্ষয় কুমারের 'কেসরি ২'-এর পারিশ্রমিক
সিয়াসত ডেইলির একটি প্রতিবেদন অনুসারে, অক্ষয় কুমার প্রতি চলচ্চিত্রের জন্য ৬০ কোটি থেকে ১৪৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। ওই প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় কুমার তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কেসরি ২-এর জন্যও একই রকম বিপুল পারিশ্রমিক নিয়েছেন। তবে, সম্প্রতি অনেক সাক্ষাৎকার এবং আলাপচারিতায় অক্ষয় স্পষ্ট করে বলেছেন যে তিনি চলচ্চিত্র প্রযোজকদের কাছে সরাসরি পারিশ্রমিক নেন না। পরিবর্তে, চলচ্চিত্রটি যদি ভাল করে, তাহলে তিনি লাভ ভাগাভাগির পদ্ধতি বেছে নেন।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের শো-তে এসেছিলেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। সেখানেই তাঁরা বলেন, এখন ইন্ডাস্টির অনেকেই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্টের দিকে ঝুঁকেছেন। কী এই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্ট? এই এগ্রিমেন্টে বলা হয় যদি ছবি সাফল্য পায়, লাভের মুখ দেখে তাহলে সেই লাভের থেকে এক ভাগ নেবেন অভিনেতা। তবে যদি ছবি সাফল্য়ের মুখ না দেখে তাহলে অভিনেতা কিছুই পাবেন না। এই ধরণের এগ্রিমেন্টে প্রযোজকের চিন্তা কম থাকে। আর সেই কারণেই বর্তমানে বলিউডের অনেকেই ঝুঁকছে এই এগ্রিমেন্টের দিকে।
অন্যদিকে, ২০১৭ সালে মুম্বইয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন অক্ষয়। সেই অ্যাপার্টমেন্টটি ছিল ১০৮০ স্কোয়্যার ফুটের। সেই সময়ে অ্যাপার্টমেন্টটির দাম পড়েছিল ২.৮২ কোটি। বর্তমানে এই অ্যাপার্টমেন্টটিই বিক্রি করে দিয়েছেন অক্ষয় কুমার। দাম পেয়েছেন ৫.৩৫ কোটি। এছাড়াও ২৫২ স্কোয়্যারফুটের একটি ইউনিট কিনেছিলেন অক্ষয়। সেই সময়ে ইউনিটটির দাম ছিল ৬৭.১৯ লাখ টাকা। বর্তমানে সেই ইউনিটটি ১.২৫ কোটি টাকায় বিক্রি করেছেন অক্ষয়। অর্থাৎ এই দুটি জায়গা বিক্রি করেই প্রচুর লাভ করেছেন তিনি।






















