এক্সপ্লোর
Advertisement
অক্ষয়কুমার-মল্লিকা দুয়া বিতর্ক: টুইঙ্কলের ক্ষমাপ্রার্থনার জবাব দিলেন মল্লিকা
মুম্বই: অক্ষয়কুমার-মল্লিকা দুয়া বিতর্কে তাঁর ঠাট্টা করে গোটা বিষয় লঘু করার চেষ্টা সোশ্যাল মিডিয়া ভাল চোখে দেখেনি। বুঝতে পেরে ফেসবুকে ক্ষমা চাইলেন টুইঙ্কল খান্না।
দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের অন্যতম বিচারক অক্ষয় কমেডিয়ান মল্লিকা সম্পর্কে বলেন, মল্লিকাজি, আপনি ঘণ্টা বাজান, আমি আপনাকে বাজাচ্ছি। এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া করেন মল্লিকার বাবা সাংবাদিক বিনোদ দুয়া। মল্লিকাও সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে দেন অসন্তোষ, যদিও পরে দুজনেই মন্তব্য ডিলিট করে দেন।
এরপরই রঙ্গমঞ্চে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কলের প্রবেশ। স্বভাবোচিত ইয়ার্কি করে বিষয়টি হালকা করার চেষ্টা করেন তিনি, বলেন, ঠাট্টা ইয়ার্কিকে সেভাবেই নেওয়া উচিত। একইসঙ্গে বিনোদ দুয়ার মন্তব্যের সমালোচনা করেন।
— Twinkle Khanna (@mrsfunnybones) October 29, 2017
কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া হয়। অনেকেই বলেন, স্বামীকে অন্ধভাবে সমর্থন করতে গিয়ে টুইঙ্কল নিজের নারীবাদী অবস্থান থেকে সরে এসেছেন।
এরপরই ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমাপ্রার্থনা করেন ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে। স্বীকার করেন, অক্ষয়ের স্ত্রী হিসেবে আবেগাপ্লুত হয়ে পড়ে এই মন্তব্য করেন তিনি।
দেখুন সেই পোস্ট
মল্লিকাও থেমে থাকেননি। কারও নাম না করে টুইটারে যে মন্তব্য করেন, তাতে টুইঙ্কল যে তাঁর লক্ষ্য তা স্পষ্ট।
That’s the thing about parents. They are protective of their children whether they are 5 or whether they are 28 ☝🏻
— Mallika Dua (@MallikaDua) November 3, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement