এক্সপ্লোর
‘গোল্ড’-এর সেটে অক্ষয় কুমারের মজায় বেজায় অস্বস্তিতে পড়ে গেলেন মৌনি রায়, ভিডিও ভাইরাল
মুম্বই: খুব শীঘ্রই ‘গোল্ড’ সিনেমায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে মৌনি রায়ের। ১৫ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে। ইতিমধ্যেই সিনেমার প্রচারও শুরু হয়েছে। এরইমধ্যে সিনেমার সেটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ওই ভিডিওতে অক্ষয়কে মৌনির সঙ্গে ঠাট্টা-তামাশা করতে দেখা গিয়েছে।
মজা করতে অক্ষয় ভুয়ো পরিচয় দিয়ে মৌনিকে ফোন করেন এবং ‘গোল্ড’-এর শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানতে চেয়ে সাক্ষাত্কার নিতে শুরু করেন। সেটে দাঁড়িয়েই ইন্টারভিউ দিতে শুরু করেন মৌনি। তিনি যখন ফোনে কথা বলছেন, তখন তাঁর পিছনে এসে দাঁড়ান এবং বলেন, লন্ডনে আবহাওয়া সম্পর্কে কী মনে হয়? অক্ষয়ের এই কথায় মৌনি বুঝতে পারেন, ফোনে কোনও সাংবাদিক নন, অক্ষয় কুমারই কথা বলছেন।
অক্ষয়ের দুষ্টুমি বুঝতে পেরে অস্বস্তিতে মৌনি। অক্ষয় সহ সিনেমার পুরো দলই হাসিতে ফেটে পড়ে।এই ভিডিও সিনেমা নির্মাতারা ইউটিউবের মাধ্যমে অনুরাগীদের কাছে শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে।
ভিডিওতে মৌনি ও অক্ষয়কে একে অপরের সম্পর্কে কথা বলতে দেখা গিয়েছে। অক্ষয় যেখানে মৌনির কাজ নিয়ে বলেছেন, সেখানে মৌনি অক্ষয়ের হাসিঠাট্টায় মেতে থাকার কথা বলেছেন।
সিনেমার ট্রেলার ও কয়েকটি গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। এগুলিতে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া মিলেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement