Bell Bottom Banned: সৌদি আরব, কুয়েত, কাতারে নিষিদ্ধ 'বেল বটম' ছবির স্ক্রিনিং
Bell Bottom Banned: বিভিন্ন অনলাইন সংস্থার রিপোর্ট অনুযায়ী, সৌদি আরব, কুয়েত এবং কাতারে নিষিদ্ধ হল 'বেল বটম' ছবির স্ক্রিনিং।
নয়াদিল্লি: করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ কাটিয়ে ওঠার পর সম্প্রতি বড়পর্দায় প্রথম ছবি হিসেবে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'বেল বটম'। সমালোচক থেকে দর্শক, সকলের কাছেই বেশ প্রশংসিত ছবিটি। ১৯ অগাস্ট সিনেমা হলে মুক্তি পায় ছবিটি।
যদিও তিনটি দেশে এরই মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ছবিটি। অভিযোগ ছবিটিতে ঐতিহাসিক তথ্যের পরিবর্তন করা হয়েছে।
বিভিন্ন অনলাইন সংস্থার রিপোর্ট অনুযায়ী, সৌদি আরব, কুয়েত এবং কাতার, এই তিন দেশের ফিল্ম সার্টিফিকেশন অথরিটি ছবিটির স্ক্রিনিং বন্ধ করে দিয়েছেন। স্পাই থ্রিলার ঘরানার ছবিটি তৈরি হয়েছে প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর আমলে ভারতে লাগাতার যে প্লেন হাইজ্যাকের ঘটনাগুলি ঘটেছিল তার উপর নির্ভর করে। কিন্তু ওই তিন দেশ অর্থাৎ, সৌদি আরব, কুয়েত এবং কাতারের অভিযোগ যে ঐতিহাসিক তথ্য বিকৃতি করা হয়েছে ছবিতে।
View this post on Instagram
এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী 'বেল বটম' ছবির দ্বিতীয় অংশে দেখানো হয়েছে যে হাইজ্যাকাররা প্লেনটিকে লাহোর থেকে দুবাই নিয়ে যায়। রিপোর্ট অনুযায়ী এই ঘটনাটি ঘটে ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষামন্ত্রী শেখ মহম্মদ বিন রাশিদ আল মক্তোম, নিজে সেই পরিস্থিতি সামাল দেন। গোটা ঘটনার সামাল দিয়ে হাইজ্যাকারদের পাকড়াও করতে সংযুক্ত আরব আমিরশাহীর প্রত্যক্ষ ভূমিকা ছিল। সিনেমার এই অংশের ক্ষেত্রেই ওই তিন দেশের সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে বলে মনে করা হচ্ছে, তাই এমন সিদ্ধান্ত। খবর সূত্রের।