Oh My God 2: কবে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২'? প্রকাশ্য়ে তারিখ
Akshay Kumar: ২০১২ সালে মুক্তি পেয়েছিল 'ওহ মাই গড'।
কলকাতা: ২০১২ সালের অন্য়তম হিট ছবি 'ওহ মাই গড'। দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত 'ওএমজি - ওহ মাই গড'। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তীও। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই এই ছবির সিক্যুয়েল বানিয়েছে নিমার্তারা।
কিছু সময় আগে, দুটি ছবি পোস্ট করে 'ওএমজি ২'-এর ঘোষণা করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার। ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠীকে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, 'আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই OMG2-এর জন্য।' ক্যাপশনে তিনি উল্লেখ করেন এক প্রয়োজনীয় সামাজিক বার্তা দেবে এই ছবি। ছবিতে মহাদেব শিবের ওপর যে বিশেষ নজর দেওয়া হয়েছে তা পোস্টার এবং ক্যাপশনেই স্পষ্ট হয়ে উঠেছিল।
বলিউডসূত্রে খবর, যৌন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করবে এই ছবি। খুব সম্ভবত আগামী বছর এপ্রিল অথবা মে'তে মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন...
Gmail Storage Fix: জিমেলে স্টোরেজে সমস্যা? মেল ঢুকছে না? চটজলদি কী করবেন?
প্রসঙ্গত, এবার পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে বলিউডের দুই অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টাইগার শ্রফকে (Tiger Shroff)। ইতিমধ্যেই দর্শকেরা জেনে ফেলেছেন যে, 'বড়ে মিঞা ছোটে মিঞা' (Bade Miyan Chote Miyan) ছবিতে এই দুই তারকা একসঙ্গে অভিনয় করবেন। বলিউডসূত্রে খবর, এই ছবি মুক্তি পাচ্ছে আগামী বছর ইদে।
উল্লেখ্য় বেশকিছুসময় ধরে বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি অক্ষয় কুমার ও টাইগারের ছবি। 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' দুটি ছবিই বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। 'সম্রাট পৃথ্বীরাজ'-এর ব্যর্থতার দায় আবার পুরোটাই অভিনেতার উপর চাপিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। তা নিয়েও কম বিতর্ক তৈরি হয়নি। তাই বক্স অফিস কালেকশনের দিক থেকে অক্ষয় কুমার বর্তমানে কিছুটা ব্যাকফুটে রয়েছেনই বলা যায়।
আরও পড়ুন...
বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক
অন্য়দিকে, বক্স অফিসে সাফল্যপ্রাপ্ত 'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় পর্বে অভিনয় করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার। তাঁর বদলে শোনা যাচ্ছে অপর এক নাম। সূত্রের খবর, অক্ষয়ের বদলে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) তাঁর জুতোয় পা গলাতে চলেছেন নাকি। নিশ্চিত করে এখনও কিছু না জানানো হলেও সিদ্ধার্থের কাছেই ছবির প্রস্তাব নিয়ে নাকি গিয়েছেন নির্মাতারা।