Akshay Kumar Vimal Elaichi Ad: সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন অক্ষয়, সরে দাঁড়ালেন গুটখার বিজ্ঞাপন থেকে
Akshay Kumar Vimal Elaichi Ad:
![Akshay Kumar Vimal Elaichi Ad: সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন অক্ষয়, সরে দাঁড়ালেন গুটখার বিজ্ঞাপন থেকে Akshay Kumar steps back as Vimal Elaichi Ads after backlash, will donate ad fee I am sorry Akshay Kumar Vimal Elaichi Ad: সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন অক্ষয়, সরে দাঁড়ালেন গুটখার বিজ্ঞাপন থেকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/2/2020/05/21131319/pjimage-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সমালোচনার মুখে পড়ে পিছু হটলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। গুটখার বিজ্ঞাপনে (Gutkha Ad) শামিল হওয়া নিয়ে ক্ষমা চাইলেন। চুক্তি বাতিল করে সরে দাঁড়ালেন ওই বিজ্ঞাপন থেকে। টুইটারে সে কথা নিজেই জানালেন তিনি। অক্ষয় জানিয়েছেন, তিনি ক্ষমাপ্রার্থী। অনুরাগীদের প্রতিক্রিয়া তাঁর উপর গভীর প্রভাব ফেলেছে। তাঁদের আবেগকে সম্মান জানিয়েই তাই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
গুটখার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে সমালোচনায় পড়েন
বলিউড (Bollywood) অভিনেতা অজয় দেবগণ এবং শাহরুখ খানের সঙ্গে সম্প্রতি একিট মুখশুদ্ধির বিজ্ঞাপনে দেখা যায় অক্ষয়কে। মুখশুদ্ধি বলে চালালেও, আদতে ওই সংস্থা গুটখা তৈরি করে। নিজের স্বাস্থ্য এবং শরীরচর্চা নিয়ে অত্যন্ত সজাগ অক্ষয়। চারপাশের লোজন এবং অনুরাগীদেরও তা নিয়ে অনুপ্রেরণা জোগান। তাই তিনি এই ধরনের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় রুষ্ট হন অনেকেই। নেটমাধ্যমে সরাসরি অভিনেতার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাতেই বুধবার গভীর রাতে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন অক্ষয়।
— Akshay Kumar (@akshaykumar) April 20, 2022
আরও পড়ুন: Aamir Khan: ছেলে আজাদের সঙ্গে আমে মজলেন আমির খান, ছবি ভাইরাল
নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে টুইটারে অক্ষয় লেখেন, 'আমি দুঃখিত। আমার অনুরাগী, শুভাকাঙ্খী সকলের কাছে ক্ষমাপ্রার্থী। গত কয়েক দিন ধরে আপনাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। কখনও তামাকদ্রব্যের বিজ্ঞাপন করিনি, করবও না। বিমন ইলাইচির সঙ্গে আমার চুক্তি নিয়ে আপনাদের আবেগ বুঝতে পারছি। সেই আবেগকে সম্মান জানিয়েই বিনয়ের সঙ্গে সরে দাঁড়াচ্ছি।'
পারিশ্রমিকের টাকা দান করবেন অক্ষয়
ওই বিজ্ঞাপন থেকে পাওয়া টাকা সমাজসেবার কাজে দান করে দেবেন বলেও জানিয়েছেন অক্ষয়। তিনি লেখেন, 'বিজ্ঞাপনের পারিশ্রমিক বাবদ পাওয়া টাকা দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই সংস্থা হয়ত বিজ্ঞাপনটির সম্প্রচার চালিয়ে যাবে, অন্তত আইনি ভাবে চুক্তির মেয়াদ পেরনো না পর্যন্ত। তার দায় আমারই। তবে কথা দিচ্ছি, আগামী দিনে কাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকব। বিনিময়ে আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা প্রার্থনা করি।' তবে গুটখা সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ কবে শেষ, তার উল্লেখ করেননি অক্ষয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)