এক্সপ্লোর
সামাজিকভাবে প্রাসঙ্গিক ছবি আপাতত আর করবেন না অক্ষয়; দেখুন, তাহলে কী করবেন তিনি

মুম্বই: একের পর এক হিট দিতে দিতে কি অক্ষয় কুমারও ক্লান্ত? না হলে টয়লেট-এক প্রেম কথা বা প্যাডম্যানের মত সামাজিকভাবে প্রাসঙ্গিক ছবি আর করবেন না বলে জানালেন কেন তিনি? গত ২ বছরে অক্ষয় যত ছবি করেছেন- রুস্তম, এয়ারলিফট, হাউসফুল থ্রি, জলি এলএলবি টু আর এই মুহূর্তে হইহই করে চলা টয়লেট-এক প্রেম কথা- সব কটি শুধু ঘরোয়া বাজারেই ১০০ কোটি পেরিয়েছে। আগামী এপ্রিলে আসতে চলেছে প্যাডম্যান। অরুণাচলম মুরুগানাথমের জীবনীর ওপর এই ছবির গল্প, যিনি গরিব মহিলাদের জন্য সস্তার স্যানিটারি ন্যাপকিন তৈরি করেন। এছাড়া তাঁর পরপর আসতে চলা ছবিগুলি- ২.০, গোল্ড বা মোগল- কোনওটাই হালকা দরের নয়। অক্ষয় জানিয়েছেন, আপাতত আর এমন ছবি নয়, কিছুদিন কমেডি করবেন তিনি। কারণ যে সব চরিত্রে তিনি অভিনয় করেন, সেগুলির মধ্যে সমতা থাকা জরুরি। এবার তাই তাঁর জন্য আবার কমেডির পাগলামি চাই। অতএব শিগগিরই প্রিয় খিলাড়িকে তাঁর পুরনো চেহারায় দেখতে পাবেন অক্ষয় ভক্তরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















