এক্সপ্লোর
আসন্ন ছবি টয়লেট এক প্রেমকথা-র প্রমোশনে অক্ষয় কী করলেন জানেন?

খারগোনে (মধ্যপ্রদেশ): ছবির নাম টয়লেট এক প্রেমকথা। নায়ক অক্ষয় কুমার। অতএব প্রমোশন যে একদম অন্যরকম কিছু হবে সেটা আগে থেকেই বলা যায়। কিন্তু অক্ষয় এবার যা কাণ্ড করলেন, তা বলিউডের অন্য কোনও হিরো ভেবে উঠতে পারবেন কিনা সন্দেহ। ছবির প্রমোশনে এবার একটি শৌচাগার খুঁড়ে ফেললেন তিনি! মধ্যপ্রদেশের খারগোনে জেলায় অক্ষয় নিজের হাতে খুঁড়েছেন ওই শৌচাগারের জমি। ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, পানীয় জল ও স্বাস্থ্যব্যবস্থা সংক্রান্ত মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমারও।
ছবিতে অক্ষয়ের নায়িকা দম লাগাকে হেঁইসা খ্যাত ভূমি পেডনেকর।
Digging my 1st #TwoPitToilet in Khargone District of MP with Minister Narendra Singh Tomar #MakeTheChange #WasteToWealth pic.twitter.com/GFV1bMgOaz
— Akshay Kumar (@akshaykumar) April 1, 2017
নিজে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে শৌচাগার তৈরি করছেন অক্ষয়। স্বচ্ছ ভারত অভিযানের এর থেকে ভাল প্রচার হওয়া সম্ভব? ছবির পোস্টারেও রয়েছে স্বচ্ছ ভারতের উল্লেখ।
ছবিতে অক্ষয়ের নায়িকা দম লাগাকে হেঁইসা খ্যাত ভূমি পেডনেকর। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















