Alaya F Update: 'রাঞ্ঝা' গানে মনোমুগ্ধকর নাচ 'ফ্রেডি' অভিনেত্রী আলায়ার, শেয়ার করলেন ভিডিও
Alaya F Update: ২০২০ সালে সেফ আলি খানের বিপরীতে 'জওয়ানি জানেমন' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন আলায়া। ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ পুরস্কারও লাভ করেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা বেশ প্রশংসিত হয়েছিল।
নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী আলায়া এফ। একটি ভিডিওয় তাঁর 'ডান্স স্কিল' দেখালেন অভিনেত্রী। সিদ্ধার্থ মলহোত্র অভিনীত 'শেরশাহ' ছবির বিখ্যাত 'রাঞ্ঝা' গানে নাচ ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি।
ভিডিওয়, কোরিওগ্রাফারের সঙ্গে নাচ করতে দেখা গেল আলায়াকে। কালো স্কার্ট টপ পরে সাবলীল নাচলেন অভিনেত্রী, ঠিক যেন কালো পরী। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'সম্পূর্ণ নতুন কিছু চেষ্টা করলাম এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়েই করলাম। সঙ্গে আমার সবচেয়ে প্রিয় মানুষ যে আমাকে শ্রেষ্ঠত্বের দিকে ঠেলে দেয়। ভালবাসা।'
View this post on Instagram
২০২০ সালে সেফ আলি খানের বিপরীতে 'জওয়ানি জানেমন' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন আলায়া। ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ পুরস্কারও লাভ করেন তিনি। ছবিতে তিনি ২১ বছরের তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনয় দক্ষতা বেশ প্রশংসিত হয়েছিল।
View this post on Instagram
আলায় এফ বলিউড অভিনেত্রী পূজা বেদীর মেয়ে ও কবীর বেদীর নাতনি। প্রায়ই তাঁর নাচের একাধিক চোখ ধাঁধানো ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আলায়াকে এরপর কার্তিক আরিয়ানের বিপরীতে 'ফ্রেডি' ছবিতে দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: Tahira Kashyap Update: শিল্পা শেট্টির এমন ছবি দেখে এ কী বললেন আয়ুষ্মান খুরানার স্ত্রী!