Fukrey 3: শ্যুটিং শুরু 'ফুকরে থ্রি'র, দেখা যাবে না এই অভিনেতাকে
আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা বরুণ শর্মা 'ফুকরে থ্রি' ছবির শ্যুটিং শুরুর একটি পোস্ট শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'শুরু হয়ে গেল।'
মুম্বই: ২০১৩ সালে প্রথম মুক্তি পায় চার বন্ধুর গল্প 'ফুকরে'। হানি, চুচা. জাফর ও লালি। এই চার বন্ধুর গল্প। সঙ্গে ভোলি পঞ্জাবন। এদের নিয়ে তৈরি নানা মজাদার কান্ডকারখানার ছবি 'ফুকরে' বক্স অফিস দারুণ সাফল্য পায়। চার বছর পর ২০১৭ সালে ফের আসে এই ছবি সিক্যুয়েল 'ফুকরে রিটার্নস'। সেটিও দর্শকের অত্যন্ত পছন্দ হয়। আর এবার এই ছবির তৃতীয় পার্ট আসতে চলেছে। আজ 'ফুকরে থ্রি' (Fukrey 3) ছবির শ্যুটিং শুরু হল।
আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা বরুণ শর্মা 'ফুকরে থ্রি' ছবির শ্যুটিং শুরুর একটি পোস্ট শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'শুরু হয়ে গেল।' আগের দুটি পার্টে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়, আলি ফজল (জাফর ভাই), পুলকিত সম্রাট (বিকাশ গুলাটি / হানি), বরুণ শর্মা (চুচা / দিলীপ সিংহ), মনজিত সিংহ (লালি হালওয়াই), রিচা চাড্ডা (ভোলি পঞ্জাবন), পঙ্কজ ত্রিপাঠি (পণ্ডিত)। কিন্তু সম্প্রতি শোা যাচ্ছে, 'ফুকরে থ্রি' ছবিতে থাকবেন না আলি ফজল।
আরও পড়ুন - Shahid Kapoor Update: গাড়ি কিনলেন শাহিদ কপূর, দাম শুনে নেট নাগরিকদের চক্ষু চড়কগাছ
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, একাধিক ছবির কাজের ব্যস্ততার কারণেই নাকি এই ছবিতে থাকতে পারছেন না আলি ফজল। জানা যায়, গোটা ফেব্রুয়ারি মাসটা 'কান্দাহার' ছবির শ্যুটিং এবং 'ডেন অন দ্য নাইল' ছবির প্রোমোশনের জন্য ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু ফের ব্যস্ত হয়ে পড়ার জন্যই ছবির সিক্যুয়েল থেকে সরে যান। তাহলে তাঁর অভিনীত জাফর ভাইয়ের চরিত্রে কাকে দেখা যাবে? জানা যাচ্ছে, আলি ফজলের অভিনীত চরিত্রে কাউকেই না রাখার সিদ্ধান্ত পরিচালক প্রযোজকদের। ছবির ঘনিষ্ঠ সূত্রে খবর, আলি ফজলের অনুপস্থিতি নিয়েই 'ফুকরে থ্রি' ছবির গল্প দেখানো হবে। অন্য কাউকে রাখা হচ্ছে না এই চরিত্রে। রিতেশ সিদওয়ানি এবং ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি এই ছবি পরিচালনা করছেন মৃঘদ্বীপ সিংহ লাম্বা। প্রথম দুই পার্টের সাফল্যের পর এখন দেখার তৃতীয় পার্ট বক্স অফিসে কতটা সাফল্য পায়।