Ali Sethi Salman Toor: সলমনকে বিয়ে ! সারলেন শুভদৃষ্টি ? সত্যি সামনে আনলেন পাক গায়ক
Ali Sethi Salman Toor: দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে আলি শেঠের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল।আর এবার তাঁদের বিয়ে নিয়ে সোশ্যালে ছড়িয়ে পড়েছে শোরগোল। কী বলছেন 'পসুরি' খ্যাত পাক গায়ক ?
নয়াদিল্লি: সলমন তূরকে বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক ! সহশিল্পীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেরেছেন শুভ দৃষ্টি ? আজ্ঞে হ্যাঁ এমনটাই গুজব ছড়িয়ে বেড়াচ্ছে আকাশে বাতাসে। প্রকৃত সত্যটা ঠিক কী ? খোলসা করলেন 'পসুরি' খ্যাত পাক গায়ক আলি শেঠি ( Pakistani Singer Ali Sethi )।
দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে আলি শেঠের সম্পর্ক নিয়ে গুঞ্জন
প্রসঙ্গত, নিউইয়ক সিটিতে সলমন তূর ( Salman Toor) হলেন পাকিস্তানি আমেরিকান শিল্পী। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে আলি শেঠের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল।আর এবার তাঁদের বিয়ে নিয়ে সোশ্যালে ছড়িয়ে পড়েছে শোরগোল। এদিকে সেই বিয়ের খবর আদৌ অফিশিয়ালি জানাননি কখনই এই পাক গায়ক।
'আমি বিবাহিত নই..'
এই খবর সত্যি হলে এটাই হত পাকিস্তানের প্রথম হাইপ্রোফাইল সমকামী বিয়ে। তবে ইতিমধ্যেই আলি শেঠি ইতিমধ্যেই সলমনের সঙ্গে বিয়ে করার গুজব অস্বীকার করেছেন। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'আমি বিবাহিত নই। আমি জানি না কেই এই গুজব শুরু করেছে ?'
বাবা-মাকে বলার চেষ্টা করেছিলেন নিজের পরিচয় ও সম্পর্ক নিয়ে সলমন
প্রসঙ্গত, ২০২২ সালে নিজের পরিচয় এবং সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন পাকিস্তানি আমেরিকান শিল্পী সলমন তূর। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি তার বাবা-মাকে বলার চেষ্টা করেছিলেন, তিনি ১৫ বছর বয়েসেই বুঝেছিলেন তিনি সমকামী। কিন্তু তারা এটা মেনে নিতে চাননি।
'যৌনতা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন..'
তবে তিনি এমন কাউকে পেয়েছেন, যার সঙ্গে যৌনতা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। মুদ্রার অপরপিঠে একই সাক্ষাৎকারে সেবার পাক গায়ক আলি শেঠি জানিয়েছিলেন, আমি জানতাম আমি একজনকে পেয়েছি, যার সঙ্গে আমি ভাল থাকতে চাই।'
আরও পড়ুন, ব্যক্তিগত জীবনে বারবার ওঠানামা, বাংলা ছবির দর্শককে কখনও নিরাশ করেননি শ্রাবন্তী
পাক গায়ক আলি শেঠি মুখ খোলার আগেই ছড়িয়ে পড়ল বিতর্ক
তবে ইতিমধ্যেই গোটা নেটদুনিয়ায় বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। প্রথমত ইতিমধ্যেই 'পসুরি' গেয়ে প্রায় দেশ কাল সীমানা গণ্ডি ছাড়িয়ে গিয়েছেন তিনি। জনপ্রিয় হয়েছেন। এবার তাঁকে নিয়ে পিছু করেছে বিতর্ক। তবে তিনি ইন্সটায় কিছু বলার আগেই, মুহূর্তেই তার অনুরাগীদের কাছে এই খবর ছড়়িয়ে গিয়েছে। তবে এবার তিনি যে বিবাহিত নন, এই খবর জানাতেই গুজব রটনায় যবনিকা পড়বে বলে আশা করা হচ্ছে।