Alia Bhatt And Ranbir Kapoor: 'রামায়ণ' ছবিতে রাম-সীতার চরিত্রে অভিনয় করবেন রণবীর-আলিয়া! কবে থেকে শুরু শ্য়ুটিং?
Alia Bhatt And Ranbir Kapoor: কবে থেকে শুরু হবে চলেছে 'রালিয়া'-র পরবর্তী ছবির শ্যুটিং?

কলকাতা: 'ব্রহ্মাস্ত্র'র সাফল্য়র পর আবারও একসঙ্গে রূপোলি পর্দা মাতাতে চলেছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। হ্য়াঁ। অফস্ক্রিন জুটির রসায়ন এবার আরও একবার অনস্ক্রিনে দেখতে পাবেন দর্শক। বলিউড সূত্রের খবর, নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ'-এ অভিনয় করবেন এই সেলিব্রিটি যুগল। ছবিতে সীতার চরিত্রে আলিয়া ও রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কপূর। অর্থাৎ ছবির পর্দায়ও স্বামী-স্ত্রী'র ভূমিকাতেই দেখা যাবে এই ডুয়োকে।
ইতিমধ্য়েই রণবীরের লুক টেস্টের জন্য় একাধিকবার প্রযোজনা সংস্থার অফিসে গিয়েছেন বলে জানা গেছে। এই ছবিতে অভিনয়ের জন্য় ইতিমধ্য়েই শারীরিক কসরৎও শুরু করে দিয়েছেন অভিনেতা। চলতি বছর ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।
আরও পড়ুন...
প্রসঙ্গত, কিছুদিন আগেই, মৃত্যু হয় যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার। গায়িকার প্রতি শ্রদ্ধা জানাতে এদিন আদিত্য চোপড়ার বাড়িতে হাজির হয়েছিলেন তাবড় বলিউড তারকারা। সেখানেই ক্যামেরা বন্দি হলেন রণবীর কপূর ও আলিয়া ভট্টও। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া অজস্র ভিডিওর মাঝে একটি দেখা যায় বাড়ির বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করছেন আলিয়া ভট্ট। তাঁর ঠিক পিছনেই রয়েছেন স্বামী রণবীর। আলিয়া জুতো খুলে ভিতরে প্রবেশ করতেই পিছন থেকে স্ত্রীয়ের জুতো হাতে তুলে বাড়ির ভিতরে সাইড করে রেখে দিলেন রণবীর।
অভিনেতার নিজের স্ত্রীয়ের প্রতি এই ছোট্ট মিষ্টি ভঙ্গি মন কেড়েছি অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হতেই কমেন্টের বন্যা। কেউ লিখলেন, 'ভারতের শ্রেষ্ঠ দম্পতি', তো কেউ আবার লিখলেন, 'রণবীর কী ভীষণ কিউট'। অপর একজন লেখেন, 'শ্রেষ্ঠ স্বামী'।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ এপ্রিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। রণবীরের বাসভবন 'বাস্তু'তেই বিয়ে সারেন তাঁরা। কিছুদিন আগেই দম্পতি নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন। লন্ডনে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিমল' ছবির শ্যুটিং করছিলেন রণবীর, তবে বিয়ের প্রথম বর্ষপূর্তি স্ত্রীয়ের সঙ্গে কাটাবেন না, তা কি হয়? তাই উড়ে আসেন মুম্বইয়ে।
বিয়ের পরই এই তারকা জুটির একসঙ্গে ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পায়, গত বছরের সেপ্টেম্বর মাসে। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবির সেটেই নাকি জুটির প্রেম শুরু হয়। দর্শক খুবই ভালবেসেছেন এই ছবি।






















