![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Alia-Ranbir Baby: নেট দুনিয়ায় ভাইরাল রণবীর-আলিয়ার মেয়ের ছবি
Ranbir-Alia Baby Photo: ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের কন্যা সন্তানের ছবি। ভাইরাল হওয়া ভিডিওতে যে কন্যা সন্তানের সঙ্গে আলিয়াকে দেখা যাচ্ছে, তা কি আসল? নাকি ভুয়ো?
![Alia-Ranbir Baby: নেট দুনিয়ায় ভাইরাল রণবীর-আলিয়ার মেয়ের ছবি Alia Bhatt And Ranbir Kapoor's Baby Girl's Fake Image And Video Go Viral, know in details Alia-Ranbir Baby: নেট দুনিয়ায় ভাইরাল রণবীর-আলিয়ার মেয়ের ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/09/d25a5d6d3d503bcb1909c5886197e8da1667994894433214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত রবিবার মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁর এবং রণবীর কপূরের (Ranbir Kapoor) জীবনে এসেছে নতুন অতিথি। জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন দুই তারকা। চলতি বছরটা সত্যিই তাঁদের জীবনে একটু বেশিই স্পেশাল। এই বছরই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আর এই বছরই তাঁদের সংসারে সন্তান এসেছে। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের কন্যা সন্তানের ছবি। ভাইরাল হওয়া ভিডিওতে যে কন্যা সন্তানের সঙ্গে আলিয়াকে দেখা যাচ্ছে, তা কি আসল? নাকি ভুয়ো?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে রণবীর-আলিয়ার কন্যা সন্তানের ছবি-
রণবীর কপূর কিংবা আলিয়া ভট্টের পক্ষ থেকে অথবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এখনও দুই তারকার সদ্যোজাত কন্যা সন্তানের ছবি অথবা নাম প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল একটি ভিডিও এবং বেশ কিছু ছবি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্যোজাত কন্যা সন্তানের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন আলিয়া ভট্ট। অন্য একটি ছবিতেও অভিনেত্রীকে তাঁর শিশু কন্যার সঙ্গে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ছবি ও ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, আলিয়া ভট্টের সঙ্গে থাকা শিশু কন্যার ছবি আসল নয়। অভিনেত্রীর ফ্যান ক্লাবের পক্ষ থেকে ছবি ও ভিডিও ফোটোশপে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন - Amitabh Bachchan: কীভাবে বাবার ছদ্মনাম অমিতাভের পদবি হয়ে ওঠে?
প্রসঙ্গত, চলতি বছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। আর বিয়ের দু মাসের মধ্যেই অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করে জানান যে, তাঁদের জীবনে সন্তান আসতে চলেছে। অন্তঃসত্ত্বা অবস্থায় কাজও চালিয়া গিয়েছেন অভিনেত্রী। যদিও 'ব্রহ্মাস্ত্র' মুক্তির কিছুদিন পর থেকেই বিরতি নেন কাজ থেকে। দীপাবলিতে যখন বাকিরা পার্টি করতে ব্যস্ত, তখন বিছানায় শুয়ে কাটিয়েছেন অভিনেত্রী। সে ছবিও পোস্ট করেন নেট দুনিয়ায়। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৬ নভেম্বর সন্তানের জন্ম দেন আলিয়া। অনুরাগীরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করে রয়েছেন দুই তারকার কন্যা সন্তানের নাম জানার জন্য ও ছবি দেখার জন্য। এখন দেখা যাক কবে দুই তারকা তাঁদের কন্যা সন্তানের ছবি প্রকাশ্যে আনেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)