![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gangubai Kathiawadi Release Date: কবে মুক্তি পাবে আলিয়া ভট্টের বহু প্রতীক্ষিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'?
পরিচালক-সহ দর্শকরাও আশা করে রয়েছেন যে, 'পদ্মাবত', 'বাজিরাও মস্তানি'-র মতোই বক্স অফিসে হিট হতে চলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।
![Gangubai Kathiawadi Release Date: কবে মুক্তি পাবে আলিয়া ভট্টের বহু প্রতীক্ষিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'? Alia Bhatt Announces 'Gangubai Kathiawadi' Release Date, Film To Hit Silver Screens On January 6 Gangubai Kathiawadi Release Date: কবে মুক্তি পাবে আলিয়া ভট্টের বহু প্রতীক্ষিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/815f28ed22ba9f5ca6ae080311831c92_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এতদিন যে যে ধরনের চরিত্রে অভিনয় করে আসছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। আগামী ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-তে একেবারে ভিন্ন রূপে হাজির হতে চলেছেন অভিনেত্রী। এই ছবি দিয়ে প্রথমবার 'রাজি' অভিনেত্রী আলিয়ার সঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালি। পরিচালক-সহ দর্শকরাও আশা করে রয়েছেন যে, 'পদ্মাবত', 'বাজিরাও মস্তানি'-র মতোই বক্স অফিসে হিট হতে চলেছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করলেন আলিয়া ভট্ট নিজেই।
আরও পড়ুন - Bigg Boss 15 Premiere: কবে, কখন, কোথায় দেখতে পাবেন 'বিগ বস ১৫'-র প্রথম এপিসোড?
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরে মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণা করার পর থেকেই বহু আটকে থাকা বলিউড ছবির মুক্তির দিন ঘোষণা করে চলেছেন অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালক এবং প্রযোজকরা। এর আগেও আমরা রোহিত শেট্টি, রণবীর সিংহ, শাহিদ কপূর, অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, এছাড়াও বলিউডের আরও অনেককেই তাঁদের নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করতে দেখেছি। বাদ যায়নি যশ রাজ ফিল্মস থেকে আমির খান প্রোডাকশনও। করোনা পরিস্থিতি এবং লকডাউনে সিনেমাহল বন্ধ থাকায় আটকে ছিল বহু বলিউড ছবির মুক্তি। আগামী ২২ অক্টোবর মহারাষ্ট্রে সিনেমাহল খুলে যাবে বলে ঘোষণা করেছেন উদ্ধব ঠাকরে। আর তারপরই মুক্তি পেতে চলেছে এই সমস্ত বলিউড ছবিগুলি।
আরও পড়ুন - বড়পর্দায় ডেবিউ, মিমি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন রুদ্রজিৎ!
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এদিন আলিয়া ভট্ট 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র একটি পোস্টার পোস্ট করে জানিয়েছেন যে, আগামী ৬ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি। আলিয়া ভট্টের নতুন ছবির মুক্তির দিন ঘোষণার পরই তাতে কমেন্টে ভরে গিয়েছে। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিটির মুক্তির দিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগনও। জানা যাচ্ছে, সঞ্জয়লীলা বনশালির এই ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে 'ভূজ - দ্য প্রাইড অফ ইন্ডিয়া' অভিনেতাকে। প্রসঙ্গত, এই ছবি দিয়েই বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে 'খতরো কে খিলাড়ি সিজন ৮'-র বিজয়ী শান্তনু মাহেশ্বরীর। যিনি টেলিভিশনের একজন জনপ্রিয় তারকাও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)