Alia Bhatt: ছোট্ট রাহার সঙ্গে রণবীর, ছবি শেয়ার করেও মুছে দিলেন আলিয়া!
Alia Bhatt News: ছবি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে মুছে ফেলেন আলিয়া। ততক্ষণে ছবিটি দেখে ফেলেছিলেন অনেকেই
কলকাতা: সাদায় কালোয় আদুরে ছবি। কাজের দিনে যেন একটুকরো অবসরের ছবি। খোলা জানলার ধারে পিছন ফিরে বসে রণবীর কপূর (Ranbir Kapoor)। পাশেই ছোটদের চেয়ারে বসে ছোট্ট রাহা (Raha)। তাঁকে আদর করছেন রণবীর। আর সেই আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি করলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)।
কয়েকমাস হল বাবা হয়েছেন রণবীর, মা হয়েছেন আলিয়া। এই সময়টা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় রণবীরের উপস্থিতি নেই। স্ত্রী আলিয়া আর মা নীতুই রণবীরের কাজ সম্পর্কে লেখেন সোশ্য়াল মিডিয়ায়। কিন্তু কন্যা রাহাকে তিনি সযত্নে আড়ালে রেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে। তিনি জানিয়েই দিয়েছিলেন, অনুষ্কা শর্মা (Anushka Sharma)-বিরাট কোহলি (Virat Kohli)--র মতোই তিনিও মেয়ের মুখ দেখাবেন না সোশ্যাল মিডিয়ায়। আর তাই, নতুন ছবি পোস্ট করলেও আড়াল রাখলেন মেয়েকে।
তবে তারপরেই ট্যুইস্ট। ছবি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে মুছে ফেলেন আলিয়া। ততক্ষণে ছবিটি দেখে ফেলেছিলেন অনেকেই। মিষ্টি এই ছবি প্রকাশ্যে আসতেই লাইক-কমেন্টের বন্যা। কিন্তু কিছুক্ষণ পরেই ছবিটি মুছে ফেলেন তিনি। অনুরাগীরাও অবাক। এত মিষ্টি ছবি কেন মুছলেন আলিয়া?
কী ঘটেছে তা বোঝার আগেই এক ছবি ফের আপলোড করেন আলিয়া। সঙ্গে লেখেন, '৬ নভেম্বরের পর থেকেই আমি ভীষণ ভাল ফটোগ্রাফার হয়ে উঠেছি।' এই ছবিতেও আগের মতোই ভালবাসা উজাড় করে দেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। তবে অনেকেই প্রশ্ন করেন, আগের ছবিটি কেন ডিলিট করেছিলেন আলিয়া? অনেকে আবার ট্রোলিংয়ের সুরে লেখেন, 'ইন্টারনেট সবকিছুই মনে রাখে।' অনেকে আবার প্রশ্ন রাখেন, 'রণবীর বারণ করেছিলেন বলেই কি হঠাৎ ছবি ডিলিট করেছিলেন আলিয়া?'
এসবের অবশ্যই কোনও উত্তর পাওয়া যায়নি। আলিয়া মজে দু চোখ ভরে তাঁরা স্বামী ও সন্তানকে দেখতে ও ফ্রেমবন্দি করতে। ভালবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়া, ছোট্ট রাহা, কেরিয়ারও ঝলমলে.... আলিয়া সম্ভবত জীবনের সেরা সময়টিই কাটাচ্ছেন।
আরও পড়ুন: Serial Ramproshad: শ্মশানের দেবী সংসারে ব্রাত্য! কোন মোড় নেবে রামপ্রসাদের আরাধনার রীতি?
View this post on Instagram