Serial Ramproshad: শ্মশানের দেবী সংসারে ব্রাত্য! কোন মোড় নেবে রামপ্রসাদের আরাধনার রীতি?
Serial Ramproshad News: শর্বানীকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে রামরাম সেন তাঁর মেজ ছেলেকে বলেন শর্বানীকে বিয়ে করতে। মা কালীর আশীর্বাদের শর্বানীর সঙ্গেই বিয়ে হয় রামপ্রসাদের
কলকাতা: শর্বানীকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে তাঁর সঙ্গে বিয়ে হয় রামপ্রসাদের। কিন্তু কালীভক্ত রামপ্রসাদ প্রথমে চাননি সংসার জড়িয়ে পড়তে। তাঁর মনে প্রশ্ন ছিল, সংসারে থেকে কি মা কালীর আরাধনা করা যায়? কিন্তু তাঁর সেই আশঙ্কাও নিরসর করেন মা কালীই। তারপর?
আপাতত ধারাবাহিকে দেখানো হচ্ছে, শর্বানীকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে রামরাম সেন তাঁর মেজ ছেলেকে বলেন শর্বানীকে বিয়ে করতে। মা কালীর আশীর্বাদের শর্বানীর সঙ্গেই বিয়ে হয় রামপ্রসাদের। শর্বানীর হাত ধরেই শুরু হয় রামপ্রসাদের মা কালীকে পাওয়ার যাত্রা। শর্বানী শ্বশুরবাড়িতে এসে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করতে গেলে চরম বাধার সম্মুখীন হন। মা কালীর শ্মশানের দেবী, গৃহস্থ বাড়িতে তাঁর তাই জায়গা নেই। এই অজুহাত দিয়েই শর্বানীকে মূর্তি প্রতিষ্ঠায় বাধা দেওয়া হয়। তাকে তাচ্ছিল্যও করে বাড়ির কিছু মানুষেরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন রামপ্রসাদ। তাঁর দাবি, বিপদ কাটাতে যে দেবীর আরাধনা করা হয়, সেই দেবী কেন সংসারে ঠাঁই পাবেন না? মা কালীর মূর্তিকে জোর করে বিসর্জন দিতে গেলে অভিমান হয় মা কালীর। তিনি অভিমান করে ঠাকুরঘরের দরজা বন্ধ করে দেন। রামপ্রসাদ কী পারবে ভক্তিতে ভর করে তাঁর অভিমান ভাঙাতে? উত্তর মিলবে ধারাবাহিকের পর্বে।
এই ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী। এই ধারাবাহিকে অভিনয়ের সুযোগ নিয়ে তিনি বলেছিলেন, 'আমি মনে করি, এই ধরণের চরিত্র একজন অভিনেতা তার জীবনে একবারই পায়। আমি ভীষণ ভাগ্যবান মানুষ আমায় এর আগে বামদেবের চরিত্রে ভালবেসেছিলেন। আর এবার রামপ্রসাদের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলাম। আশা করি মানুষের ভাল লাগবে। এই ধারাবাহিকটি নিয়ে বহুদিনের পরিকল্পনা হয়েছে, অনেক বৈঠক হয়েছে। হঠাৎ করে এই ধরণের প্রোজেক্ট করা সম্ভব নয়। আর আমি স্টার জলসা আর সুরিন্দর ফিল্মসের কাছে কৃতজ্ঞ আমায় এই ধরণের সুযোগ বার বার দেওয়ার জন্য। অনেক বিশিষ্ট মানুষ এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছেন। সবাই নিজের ১০০ শতাংশ দিয়ে, খেটে কাজটা করেছেন। ভাল খারাপটা আপেক্ষিক। আশা করি দর্শকদের সেটা ভাল লাগবে। আজ থেকে আনুমানিক ৩০০ বছর আগে রামপ্রসাদ প্রমাণ করতে পেরেছিলেন সংসারে থেকেও ঈশ্বরলাভ করা যায়। আর তাঁর লেখা প্রতিটি পদ এখনও যথাযথ ও যুক্তিযুক্ত। তাঁর গানগুলো শুনলেই বোঝা যায় রামপ্রসাদের মনের অবস্থা ঠিক কী ছিল। তিনি যে সবসময় মা-কে দেখতে পেতেন তা নয়, তিনি মা-কে অনুভব করতে পারতেন। রামপ্রসাদ যখন সাধনা করতে শুরু করেন, সবসময় তিনি মনে করতেন মা তাঁর সঙ্গে রয়েছেন, বিভিন্ন বিপদ থেকে তাঁকে রক্ষা করছেন। কিন্তু তখনও তিনি মা-কে দর্শন করে উঠতে পারেননি। এমনই ছিল মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক।'
আরও পড়ুন: Mufin at Serial: মাফিনের 'অগ্নিপরীক্ষা', দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী