Alia Bhatt: আলিয়ার মুকুটে নতুন পালক, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা ছবির শিরোপা পেল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'
Gangubai Kathiawadi: তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা ছবি হিসেবে বেছে নেওয়া হয় সঞ্জয় লীলা ভনশালী পরিচালিত ও প্রযোজিত এই ছবিকে।
কলকাতা: 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)-র মুকুটে নয়া পালক। ৬৮ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরার শিরোপা পেল আলিয়া ভট্টের (Alia Bhatt)-এর এই ছবি। তারকাখচিত রেড কার্পেটে এদিন সেরা ছবি হিসেবে বেছে নেওয়া হয় সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhanshali) পরিচালিত ও প্রযোজিত এই ছবিকে।
শুধু ছবি নয়, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' জোড়া সাফল্য পেল ফিল্মফেয়ারের মঞ্চে। এই ছবির সৌজন্যেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভট্ট। এদিন আলিয়ার হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন রেখা। কালো অফ শোলডার গাউনে ঝলমল করছিলেন আলিয়া। সেই সন্ধ্যায় তিনি ও যেন পুরস্কারের মতোই 'ব্ল্যাক লেডি'।
'গাঙ্গুবাঈ'-এর জীবনকে বড়পর্দায় তুলে ধরেছে এই ছবি। শোনা যায়, এই ছবির জন্য সঞ্জয় লীলা ভনশালীর প্রথম পছন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কিন্তু অজানা কারণবশত, তিনি এই ছবিতে কাজ করতে রাজি হননি। এরপরে গাঙ্গুবাঈ হওয়ার অফার গিয়েছিল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji)-র কাছে। কিন্তু তিনিও এই ছবিতে কাজ করতে রাজি হননি। এরপরে, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির মুখ্যভূমিকায় অভিনয়ের সুযোগ এসেছিল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র কাছে। তবে হাতে হলিউডের ছবির কাজ থাকায় এই ছবিটি নাকচ করেন প্রিয়ঙ্কাও। চতুর্থ পছন্দ হিসেবে আলিয়ার কাছে আসে ছবিটি। বাকি গল্প ছবির পর্দায়। আলিয়ার অভিনয় দেখে অনেকেই বলেছিলেন, আলিয়া যেন এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্যই জন্মেছেন। এর আগেও একাধিকবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির জন্য প্রশংসিত ও পুরষ্কৃত হয়েছেন আলিয়া।
সেরা সিনেমার শিরোপার দৌড়ে বাকি ছবিগুলি ছিল, বধাই দো (Badhai Do), ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiya 2), ব্রক্ষ্মাস্ত্র পার্ট ১-শিবা (Brahmastra Part 1 - Shiva), দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files), উঁচাই (Uchaai)। অন্যদিকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' -র জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সঞ্জয় লীলা ভনশালী।
আরও পড়ুন: Morning Tea : ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?
This moment!🖤✨#AliaBhatt bagged the Filmfare Award for Best Actor in a Leading Role (Female) for #GangubaiKathiawadi at the 68th #HyundaiFilmfareAwards2023 with #MaharashtraTourism. pic.twitter.com/9aLUAZrxLZ
— Filmfare (@filmfare) April 28, 2023