এক্সপ্লোর
Bollywood Love Affairs: নায়িকার সঙ্গে প্রেম, সহবাস বিবাহিত পরিচালকের, কিন্তু শেষে না কি ফিরে যান স্ত্রীর কাছেই! অভিনেত্রী আজও একাই
Bollywood Gossips: সম্পর্কের ব্যাপারে দু'জনই স্পিকটি নট। কিন্তু মায়ানগরীর অন্দরে কান পাতলেি শোনা যায় গুঞ্জন। -ফাইল চিত্র।

-ফাইল চিত্র।
1/10

বলিউডে নায়িকার সঙ্গে পরিচালকের প্রেম নতুন কোনও ঘটনা নয়। কোনও প্রেম পরিণতি পায়, কোনও প্রেম আবার ভেঙেও যায়।
2/10

রোহিত শেট্টি এবং প্রাচী দেসাইয়ের সম্পর্ক নিয়েও কম গুঞ্জন শোনা যায় না। বিবাহিত হওয়া সত্ত্বেও রোহিত প্রাচীর প্রেমে পড়েন, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর কাছেই ফিরে যান বলে অভিযোগ।
3/10

শোনা যায়, ‘বোল বচ্চন’ ছবির শ্যুটিং চলাকালীন প্রাচীর প্রেমে পড়েন রোহিত। জয়পুরে প্রায়শই একান্ত নৈশভোজে তাঁদের দেখা যেত বলেও শোনা যায়।
4/10

শুধু তাই নয়, শোনা যায়, ছবির শ্যুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রোহিত এবং প্রাচীর প্রেমে ইতি পড়েনি। বরং একছাদের নীচে লিভ ইনও করছিলেন তাঁরা।
5/10

২০০৫ সালেই যদিও বিয়ে হয়ে যায় রোহিতের। তাঁর স্ত্রী মায়া পেশায় ব্যাঙ্কার। রোহিত বিবাহিত হওয়া সত্ত্বেও প্রাচীর সঙ্গে তাঁর সম্পর্ক গভীর হয়।
6/10

কিন্তু সেই সম্পর্কের শেষটা ভাল হয়নি বলেই গুঞ্জন শোনা যায় মায়ানগরীর অন্দরে। জানা যায়, শেষ পর্যন্ত স্ত্রীর কাছেই ফিরে যান রোহিত। প্রাচী নিজের মতো করে বাঁচতে শুরু করেন।
7/10

রোহিত এবং প্রাচী, দু’জনের কেউই এ নিয়ে মুখ খোলেননি। কিন্তু ‘বোল বচ্চনে’র পর কখনও আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। প্রকাশ্যে মুখোমুখিও হননি।
8/10

টেলিভিশনেই অভিনয়ে হাতেখড়ি প্রাচীর। ‘কসম সে’ সিরিয়ালে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। এর পর বলিউডে পা রাখেন তিনি। ‘ওয়ান্স আপঅন আ টাইম ইন মুম্বই’, ‘আই মি অউর হম’, ‘বোল বচ্চন’, ‘রক অন’, ‘আজহারে’র মতো ছবিতে অভিনয় করেছেন।
9/10

তবে বয়স ৪০ ছুঁইছুঁই হলেও, এখনও বিয়ের দিকে এগোননি প্রাচী। তিনি জানান, কিছু না হলে বিয়ে করতে হবে, এমন মানসিকতা নয় তাঁর। কেরিয়ারে খরা দেখা দিলে বিয়ে করবেন, এমন শিক্ষা পাননি।
10/10

প্রাচী জানিয়েছেন, কারও সাহায্য ছাড়াই এতদূর এসেছেন তিনি। পরিবার তাঁর সিদ্ধান্তকে সম্মান করে। কখনও বিয়ে নিয়ে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়নি।
Published at : 23 Mar 2025 01:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
