![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Alia-Ranbir Diwali Pic: দীপাবলিতে আরও রোম্যান্টিক রণবীর আলিয়া, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। নিজের ছবির প্রোমোশন হোক কিংবা শরীরচর্চা বা রূপচর্চার বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে।
![Alia-Ranbir Diwali Pic: দীপাবলিতে আরও রোম্যান্টিক রণবীর আলিয়া, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায় Alia Bhatt Instagram Photo Posts And Some Love photo with Ranbir Kapoor Diwali 2021 celebrations Alia-Ranbir Diwali Pic: দীপাবলিতে আরও রোম্যান্টিক রণবীর আলিয়া, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/04/7d60d0b9c8430e3d122b010897b38990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড অভিনেতা রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে অভিনেত্রী আলিয়া ভট্টের (Alia Bhatt) সম্পর্কের কথা নতুন কিছু নয়। এই তো মাত্র কয়েকদিন আগেই নিজের জন্মদিন উপলক্ষে 'রাজি' অভিনেত্রী এবং প্রেমিকা আলিয়াকে সঙ্গে নিয়ে যোধপুরে একান্তে সময় কাটিয়ে এলেন। আর দীপাবলিতে (Diwali 2021) তাঁদেরকে নতুনভাবে আরও রোম্যান্টিকতায় দেখল অনুরাগীরা। সম্প্রতি আলিয়া ভট্ট নিজের ইনস্টাগ্রামে তেমনই ছবি পোস্ট করেছেন।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। নিজের ছবির প্রোমোশন হোক কিংবা শরীরচর্চা বা রূপচর্চার বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। প্রেমিক রণবীর কপূরের জন্মদিনেও তাঁর কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখার ছবি পোস্ট করেছিলেন। মাঝে রণবীরের পছন্দের সংখ্যা দিয়ে আংটি পরেও তাঁদের বাগদানের জল্পনা উস্কে দিয়েছিলেন। এবার দীপাবলি উপলক্ষে আরও ভালোবাসায় মাখানো ছবি উপহার দিলেন অনুরাগীদের।
আরও পড়ুন - Manike Mage Hithe: ইওহানির সঙ্গে 'মানিকে মাগে হিথে' গানে নাচ জ্যাকলিনের, ভাইরাল ভিডিও
দীপাবলি উপলক্ষে মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে বলিউডের সেলেবরা। শিল্পা শেট্টি থেকে কঙ্গনা রানাউত সকলেই নিজের নিজের দীপাবলি উদযাপনের ছবি পোস্ট করেছেন। বাকি থাকলেন না আলিয়া ভট্ট এবং রণবীর কপূরও। তাঁরাও ভালোবাসায় ভরা ছবি পোস্ট করলেন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রণবীর কপূরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী আলিয়া ভট্ট। ছবিতে কালো ডিজাইনার পাঞ্জাবি এবং নীল রঙের ল্যাহেঙ্গায় দেখা গেল বলিউডের অন্যতম চর্চিত জুটিকে। উল্লেখযোগ্য বিষয়, ছবিতে আলিয়া ভট্টকে বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছেন রণবীর কপূর। যা দেখে কমেন্ট করতে ভোলেননি অনুরাগী থেকে অন্যান্য বলি তারকারা।
প্রসঙ্গত, এই মুহূর্তে একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন রণবীর কপূর, আলিয়া ভট্ট দুজনেই। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'ট্রিপল আর', 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র মতো একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছে। অন্যদিকে, রণবীর কপূরকেও দেখা যেতে চলেছে, 'ব্রহ্মাস্ত্র', 'শামশেরা'-র মতো আরও বেশ কিছু ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)