এক্সপ্লোর
ভট্ট পরিবার স্বাভাবিক নয়, আমার জীবন নিয়ে কোনও শো হলে, কেউ আর আমার ছবি দেখবে না:আলিয়া

মুম্বই: দীপাবলী পালনে যখন মেতে সাধারণ মানুষ থেকে তারকারা সকলে, তখনই শব্দবাজি জ্বালানো, নিজের পছন্দ-অপছন্দ, ভাললাগা এবং পরিবার সম্পর্কে অকপটে অনেক কথা বললেন অভিনেত্রী আলিয়া ভট্ট। আলিয়া একান্ত সাক্ষাত্কার দেওয়ার সময় মজার ছলেই বলেছেন ভট্ট পরিবারের কোনও সদস্যরাই স্বাভাবিক জীবন যাপন করেন না। কেউ স্বাভাবিক নয়। এমনকি আলিয়ার সহাস্য মন্তব্য, তাঁর জীবন নিয়ে কখনও যদিও কোনও শো হয়, তাহলে তারপর থেকে আর কেউ আলিয়া অভিনীত ছবি দেখবে না। শব্দবাজিরও ঘোরতর বিপক্ষে আলিয়া। তাঁর মত, শব্দবাজির প্রভাবে আতঙ্কিত হয়ে যায় প্রাণীরা। তাঁদের কথা ভেবেই প্রত্যেকের উচিত্ আলো ছড়ায় এমন বাজি ব্যবহার করা। আওয়াজ বাজির থেকে দূরে থাকার আর্জি জানিয়েছেন অভিনেত্রী। আলিয়া অনেক সাক্ষাত্কারেই জানিয়েছেন কিম কর্দেশিয়ানকে তিনি বিশেষভাবে পছন্দ করেন। কিন্তু সম্প্রতি তাঁর সঙ্গে যে চুরির ঘটনা ঘটে সেপ্রসঙ্গে আলিয়ার মন্তব্য সাধারণ মানুষতো নয়ই, আমরা তারকারাও কেউ নিরাপদ নয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















