Alia Bhatt: কত তারিখ প্রথম সন্তানের জন্ম দেবেন আলিয়া ভট্ট?
Alia Bhatt's Updates: অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থার প্রায় শেষ পর্য়ায় চলছে। সম্প্রতি জানা যাচ্ছে, কত তারিখ প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।
মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) জীবনে আসতে চলেছে নতুন সদস্য। চলতি বছর বিয়ে সারার পর চলতি বছরই সন্তান আসতে চলেছে তাঁদের সংসারে। বিয়ের মাস দুয়েকের মধ্যেই আলিয়া ভট্ট জানান যে, তিনি অন্তঃসত্ত্বা। খুশির খবর শেয়ার করে নেওয়ার পর শুভেচ্ছায় ভাসতে থাকেন তাঁরা। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থার প্রায় শেষ পর্য়ায় চলছে। সম্প্রতি জানা যাচ্ছে, কত তারিখ প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।
কবে আসতে চলেছে আলিয়া- রণবীরের প্রথম সন্তান?
চলতি বছর এপ্রিলেই বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। আগে থেকে কোনওরকম কিছু জানানোর আগেই কার্যত প্রায় তাড়াহুড়ো করেই বিয়ে সারেন তাঁরা। সেই সময় কারণ হিসেবে জানা গিয়েছিল যে, আলিয়ার দাদুর শারীরিক অবস্থা ভালো নয়। তিনি অভিনেত্রীর বিয়ে দেখতে চান। সেই কারণেই মূলত এত তাড়াতাড়ি বিয়ে করলেন রণবীর - আলিয়া। কিন্তু বিয়ের মাস দুই ঘুরতে না ঘুরতেই সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আনেন আলিয়া। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে তিনি জানান যে, তাঁর এবং রণবীর কপূরের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। চলতি বছর জুনে তিনি মা হতে চলার কথা জানান। এর পর থেকেই বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন আলিয়া। সেই কারণেই এত তাড়াহুড়ো করে বিয়ে করেন তাঁরা। সম্প্রতি জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বর মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যেই সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। সেই সময়ই আবার জন্মদিন আলিয়ার বোন শাহিনের। তাই অভিনেত্রীর পরিবারে খুশির হাওয়া বইছে। একইসঙ্গে শাহিনের জন্মদিন এবং আলিয়ার প্রথম সন্তানের জন্মের উদযাপন করবেন তাঁরা।
আরও পড়ুন - Katrina Kaif: মোটা হয়ে গিয়েছেন ক্যাটরিনা! রহস্য ফাঁস অভিনেত্রীরই বক্তব্যে
প্রসঙ্গত, কিছুদিন আগেই আলিয়া ভট্টের বোন শাহিনকে অভিনেত্রীর মা হতে চলার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। আলিয়া বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন কিনা তা জিজ্ঞাসা করায় শাহিন বলেন, 'আমি ওর (আলিয়া ভট্ট) জীবন সম্পর্কে কোনও মন্তব্য করব না। কারণ, এটা ওর জীবন, ওর জার্নি। ও ওর জীবনে কী করবে, একেবারেই ওর নিজের সিদ্ধান্ত। আর আমার মনে হয় না, কারও সম্পর্কে এমন মন্তব্য করা উচিত বলে। আমরা জানি, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। আমরা কী করছি, না করছি, সব জানার আগ্রহ থাকে তাঁদের। তবে, তারপরও তাঁদের বলব, আমাদের কাজ নিয়ে আপনারা চর্চা করুন, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।'