Alia Bhatt: একরত্তি মেয়ে রাহাকে নিয়মিত ই-মেল পাঠান মা আলিয়া! এর পিছনে রয়েছে একটা বিশেষ কারণ
Alia Bhatt on Raha: জীবনে মেয়ে আসার পরে জীবন বদলে গিয়েছে আলিয়ার। তিনি নিজেই বলেছেন, তাঁর ধৈর্য্য অনেক বেড়ে গিয়েছে

কলকাতা: কোলে এসেছে একরত্তি রাহা, আলিয়া ভট্ট (Alia Bhatt) আর রণবীর কপূরের (Ranbir Kapoor) -এর জীবনের এখন অনেকাংশ জুড়েই এখন রাহা। একদিকে যেমন কাজ করছেন আলিয়া, তেমনই শ্যুটিং শুরু করেছেন রণবীরও। কিন্তু বাড়িতে রাহার দিকে সম্পূর্ণ নজর তাঁদের। রাহার সম্পর্কে একেবারেই উদাসীন নয় আলিয়া বা রণবীর কেউই। রাহা জন্মের পর থেকেই এই বিশেষ কাজটি করেন আলিয়া, জানেন সেই কাজটি কী?
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানিয়েছেন, তিনি রাহা জন্মের পর থেকেই তিনি ছোট্ট রাহাকে ই-মেল পাঠান। প্রত্যেক মাসে রাহাকে ই-মেল করে আলিয়া লেখেন, রাহা সারাদিনে কী কী করল। রাহার বিভিন্ন মুহূর্তের ছবি তিনি ই-মেলে অ্যাটাচ করে দেন। মা, বাবা ঠাকুমার সঙ্গে রাহার বিভিন্ন মুহূর্ত তিনি ফ্রেমবন্দি করে রাখেন। আলিয়া প্রত্যাশা করেন, রাহা যখন বড় হবে, তখন তাঁর কাছে এগুলোই হবে তাঁর ছোটবেলার স্মৃতি। আলিয়া বিশ্বাস করে, এই স্মৃতি একেবারে লাইভ মেমোরি। অর্থাৎ জীবন্ত স্মৃতি। রাহার যখন বছর ১৫ বয়স হবে, তখন আলিয়া রাহাকে সেই মেল বুকটি দিয়ে বলবেন যে, 'এটা হল সেই স্মৃতি যেটা আমরা এত বছর ধরে তোমার জন্য জমিয়েছি'।
জীবনে মেয়ে আসার পরে জীবন বদলে গিয়েছে আলিয়ার। তিনি নিজেই বলেছেন, তাঁর ধৈর্য্য অনেক বেড়ে গিয়েছে। আলিয়া ধীরে ধীরে অনেক কিছুই শিখছেন। জন্মের পরে প্রথমে রাহাকে প্রকাশ্যে আনতে চাননি আলিয়া ও রণবীর। মেয়েকে আড়ালেই রেখেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে চাননি রাহার কোনও ছবি। তবে বেশ কয়েক মাস পরে রাহাকে পাপারাৎজিদের সামনে নিয়ে আসেন আলিয়া। আলাপ করিয়ে দেন সবার সঙ্গে। রাহা কিন্তু প্রথম থেকেই ক্যামেরা দেখে একটুও ভয় পায়নি। বেশ সাবলীলভাবেই সে পোজ দিয়েছিল ক্যামেরার সামনে।
তবে সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনার পর থেকেই সতর্ক হয়ে গিয়েছিলেন রণবীর ও আলিয়া। আগে তাঁরা রাহার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেন। তবে সেফ আলি খানের ওপর হামলার ঘটনার পরেই সোশ্যাল মিডিয়া থেকে রাহার সমস্ত ছবি সরিয়ে নিয়েছেন আলিয়া। রণবীর এমনিতেও সোশ্যাল মিডিয়ায় নেই। তবে আলিয়া জানিয়েছেন, তিনি রাহাকে এখনই প্রকাশ্যে আনতে চান না। পাপারাৎজির কাছেও আলিয়া আবেদন করেছেন তাঁরা যেন রাহার ছবি না তোলেন।






















