Alia Bhatt: বাবা হতে চলেছেন প্রাক্তন প্রেমিক! সিদ্ধার্থ-কিয়ারার জন্য উপহার পাঠালেন আলিয়া
Siddharth Kiara: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার হাতে ধরে বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ মলহোত্র ও আলিয়া ভট্ট। সেই সময় থেকেই সম্পর্কে ছিলেন তাঁরা

কলকাতা: বাবা মা হতে চলেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)। অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। এই জুটি মার্চ ২০২৫ এই একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের সন্তান আসার খবর জানিয়েছিলেন। আর এবার, হবু বাবা, মা, সিদ্ধার্থ ও কিয়ারার জন্য বিশেষ উপহার পাঠালেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। আলিয়া ভট্ট তাঁর বেবি ক্লথিং ব্র্যান্ড 'এড-এ-মাম্মা' চালান। অভিনেত্রী তাঁর নিজের ব্র্যান্ড থেকে কিছু সুন্দর পোশাক কিয়ারাকে পাঠিয়েছেন। কিয়ারা আডবাণী ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উপহারের ছবি শেয়ার করেছেন। এর সঙ্গে তিনি লিখেছেন- 'ধন্যবাদ মাম্মা আলিয়া ভট্ট।'

সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ এবং আলিয়া!
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার হাতে ধরে বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ মলহোত্র ও আলিয়া ভট্ট। সেই সময় থেকেই সম্পর্কে ছিলেন তাঁরা। তবে তাঁদের সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ভেঙে যায় সিদ্ধার্থ ও আলিয়ার প্রেম। এরপরে সিদ্ধার্থ প্রেমের সম্পর্কে জড়ান কিয়ারা আডবাণীর সঙ্গে। অন্যদিকে আলিয়া দীর্ঘদিন প্রেম করেন রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে। তারপরে বিয়ে। আলিয়া ও রণবীরের এক সন্তানও রয়েছে। একরত্তি রাহা। আলিয়া ও সিদ্ধার্থ দুজনেই প্রেমের সম্পর্ক ভুলে অনেক আগে এগিয়ে গিয়েছেন। আর সেই কারণেই আলিয়া উপহার পাঠিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থকে।
মেট গালা-য় 'বেবি বাম্প' নিয়ে হাজির ছিলেন কিয়ারা
প্রথমবার কিয়ারাকে বেবি বাম্পে দেখা যায় 'মেট গালা'-য়। তাঁর কালো সোনালি পোশাক তৈরি হয়েছিল বেবি বাম্পকে মাথায় রেখেই। কিয়ারার বেবি বাম্পের ওপর ছিল ছোট্ট একটি সোনালি হৃদয়ের চিহ্ন। কিয়ারার মেট গালা লুক খুবই প্রশংসিত হতে ছিল। এই প্রথমবার মেট গালায় পা রাখলেন কিয়ারা। এখন সন্তান আসার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন কিয়ারা। কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। সন্তানের জন্য একটি বড় ছবি পর্যন্ত ছেড়ে দিয়েছেন সিদ্ধার্থ কিয়ারা।
অধীর অপেক্ষায় রয়েছেন সিদ্ধার্থ ও
সম্প্রতি সিদ্ধার্থ মলহোত্র কিয়ারা আডবাণীকে নিয়ে ইউরোপ সফলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি প্রচুর ছবি শেয়ার করে নিয়েছেন। সিদ্ধার্থ ও নতুন সদস্যের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও অনেকে সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন নতুন সফরের জন্য।
কিয়ারার কাজের ক্ষেত্র
আগামীতে কিয়ারাকে 'ওয়ার ২' ছবিতে দেখতে পাওয়া যাবে। তবে আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন কিয়ারা।






















