এক্সপ্লোর
প্রেম দিবসে কঙ্গনার স্বীকারোক্তি সমস্ত প্রাক্তনেরা তাঁর জীবনে ফিরতে চান, এবছরই হয়তো বিয়ে করবেন!

মুম্বই: ‘কুইন’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর পর ফের পর্দা কাঁপাতে আসছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত বিশাল ভরদ্বাজের ছবি ‘রেঙ্গুন’-এর হাত ধরে। সেই ছবি প্রসঙ্গে বলতে গিয়ে প্রেম দিবসে নিজের জীবন, প্রেম, সম্পর্ক, তাঁর ভাঙা-গড়া এবং বিয়ে নিয়ে খোলাখুলি কথা বললেন কঙ্গনা রানাউত। কঙ্গনার কাছে জানতে চাওয়া হয়েছিল, সত্যিকারের প্রেম কী তাঁর জীবনে কখনও এসেছিল। এই প্রশ্নের উত্তরে অভিনেত্রীর স্বীকারোক্তি এমন সম্পর্ক তাঁর জীবনে এসেছে, এবং সেই সুন্দর মুহূর্ত তিনি কাটিয়েও ফেলেছেন। তবে সম্পর্ক ভাঙলে তিনি কীভাবে সেটা হ্যান্ডেল করেন, সেপ্রসঙ্গে কঙ্গনার মত তিনি এক সপ্তাহের মধ্যে যেকোনও গভীর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেন। সেই সম্পর্ক সাত বছরের হলেও, সাতদিনেই তিনি সমস্ত সুতো ছিঁড়ে ফেলতে পারেন। তবে তিনি পিছনে না ফিরলেও, তাঁর প্রায় সমস্ত প্রাক্তনেরাই তাঁর কাছে ফিরতে চান, দাবি অভিনেত্রীর। তবে প্রেম নয়, এবার সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী কঙ্গনা, তিনি জানিয়েছেন এবছরই বিয়ে করতে চান তিনি এবং করবেনও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















