Allu Arjun: গোটা দেশ তাঁর প্রশংসায় পঞ্চমুখ, অথচ অল্লু অর্জুনের মুখে কোন বলি তারকার স্তুতি?
Allu Arjun on Amitabh Bachchan: 'আমরা ওঁর ছবি দেখে বড় হয়েছি। বড় হওয়ার সময়ে ওঁর ছবির প্রভাব আমাদের ওপর রয়েছে।' কার কথা বললেন অল্লু অর্জুন
কলকাতা: যখন গোটা দেশের গলায় কেবলই অল্লু অর্জুনের (Allu Arjun) নাম, তখন টলিউডের অন্যতম তারকার মুখে বলিউডের এক তারকার স্তুতি! ব্যাপারটা কী? সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। আর সেখানেই দেখা যাচ্ছে, অল্লু অর্জুন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) প্রশংসায় পঞ্চমুখ। এই ভিডিও নিজেই ট্যুইটারে শেয়ার করে নিয়েছেন টলিউডের শেহনশাহ। কী বলেছেন তিনি?
নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন অমিতাভ। ভিডিওটি অল্লু অর্জুনের পুরনো একটি ভিডিও। সেখানে এক সাক্ষাৎকারে অল্লু অর্জুনকে প্রশ্ন করা হচ্ছে, কোন বলিউড স্টার অল্লুকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন? অল্লু অর্জুন উত্তরে বলছেন, 'আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেন অমিতাভ বচ্চন। আমরা ওঁর ছবি দেখে বড় হয়েছি। বড় হওয়ার সময়ে ওঁর ছবির প্রভাব আমাদের ওপর রয়েছে। এক কথায় যদি বলতে হয়, আমি বলব আমি অমিতাভ বচ্চনের খুব বড় একজন ভক্ত। উনি যে বয়সে এসে অভিনয়টা করে যাচ্ছেন, সেটা সত্যিই আমায় অনুপ্রেরণা দেয়। আমার মনে হয়, যদি আমার ৭০ বা আশি বছর বয়স হয়ে যায়, তাহলে আমি ওঁর মতো গ্রেসফুলি অভিনয়টা করে যেতে পারব তো?'
এই ভিডিও শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, 'অল্লু অর্জুন জি, আপনার কথাগুলো আমায় ছুঁয়ে গিয়েছে। আমি যার যোগ্য, আপনি আমায় তার থেকে অনেক, অনেক বেশি সম্মান দিয়েছেন। আমরা সবাই আপনার কাজের, আপনার মেধার অনুরাগী। আপনি আমাদের সবাইকে এমনভাবেই অনুপ্রাণিত করতে থাকুন। প্রার্থনা করি আপনি জীবনে ভবিষ্য়তেও এমনই সাফল্য পান।' সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই পোস্ট শেয়ার করে নিয়েছেন ও দুই মেগা তারকার কথোপকথনের প্রশংসা করেছেন।
#AlluArjun ji .. so humbled by your gracious words .. you give me more than I deserve .. we are all such huge fans of your work and talent .. may you continue to inspire us all .. my prayers and wishes for your continued success ! https://t.co/ZFhgfS6keL
— Amitabh Bachchan (@SrBachchan) December 9, 2024
আরও পড়ুন: Aishwarya and Abhishek: বিচ্ছেদের গুঞ্জন অতীত! দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন অভিষেক-ঐশ্বর্য্য?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।