Pushpa 2 OTT Release: মুক্তির দিনই সুখবর! কবে থেকে, কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অল্লু-রশ্মিকার 'পুষ্পা ২'?
Pushpa 2 OTT Release Date: সূত্রের পাওয়া খবর অনুযায়ী সকাল ৮টা পর্যন্ত এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ২১.০৪ কোটির ব্যবসা করে ফেলেছে
কলকাতা: আজ মুক্তি পেয়েছে অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত সুকুমার পরিচালিত ছবি 'পুষ্পা ২' (Pushpa 2)। আর ছবি মুক্তির দিনই প্রকাশ্যে এল কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি? করোনা পরবর্তী সময়ে ওটিটিতে ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন মানুষ। অনেকেই মনে করেন বড়পর্দায় ছবিটি না দেখে বাড়িতে বসেই ওটিটিতে দেখে নেবেন। তাদের জন্য সুখবর। এই ছবিটি কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা প্রকাশ্যে না এলেও, প্রকাশ্যে এসে গিয়েছে এটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই, সূত্রের পাওয়া খবর অনুযায়ী সকাল ৮টা পর্যন্ত এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ২১.০৪ কোটির ব্যবসা করে ফেলেছে। এই অঙ্কটা যথেষ্ট বড়। আশা করা হচ্ছে, এই ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করবে। ৩ বছর আগে 'পুষ্পা'-র প্রথম ভাগটিও উল্লেখযোগ্য ব্যবসা করেছিল বক্স অফিসে। আশা করা হচ্ছে সেই রেকর্ড ভেঙে দেবে এই ছবি। ইতিমধ্যেই শুরুর হিসেব কষলে 'জওয়ান' ও 'কল্কি'-র মতো হিট ছবিকে ডিঙিয়ে গিয়েছে পুষ্পা। অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড করেছে এই ছবি। হিন্দি ছবিগুলির মধ্যে অন্যতম সেরা শুরু করেছে এই সিনেমা। কাজেই এই কথা সত্যি, যে ওটিটিতে এই ছবি দেখার জন্য দর্শকদের অনেকটাই অপেক্ষা করতে হবে। এখনই এই ছবি ওটিটিতে মুক্তি পাবে না।
তবে ইতিমধ্যেই জানা গিয়েছে, দেরিতে হলেও, এই ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। তবে কবে এই ছবি দর্শক নেটফ্লিক্সে দেখতে পাবেন তা এখনও প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, আরও কিছুটা সময় যাওয়ার পরে এই ছবি মুক্তির তারিখ ও সময় প্রকাশ করা হবে। আপাতত 'পুষ্পা-রাজ' দেখতে হলে প্রেক্ষাগৃহেই যেতে হবে। তেলুগু ভাষার পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি, এমনকি বাংলাতেও মুক্তি পেয়েছে এই ছবি। আর এই রেকর্ড গড়েছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ছবিটি। কয়েকদিন আগেই খুলে গিয়েছিল অ্যাডভান্স বুকিং। আর সেই বুকিং কাউন্টার খোলার পরেই বিক্রি হয়ে গিয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। জানা গিয়েছে, গোটা দেশে অ্যাডভান্স বুকিং খোলার প্রথম ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষায় 'পুষ্পা ২' দেখার জন্য বিক্রি হয়ে গিয়েছিল ৫৫ হাজার টিকিট! হিন্দি ছবির ক্ষেত্রে এত তাড়াতাড়ি এট টিকিট বিক্রি হওয়ার রেকর্ড খুব কম রয়েছে।
আরও পড়ুন: Allu Arjun: আঁকতে ভালবাসেন, মার্শাল আর্টেও দক্ষ.. প্রত্যেক জন্মদিনে রক্তদান করেন অল্লু অর্জুন