Anupam Kher on Allu Arjun: 'আশা করি শীঘ্রই তোমার সঙ্গে কাজ করব', অল্লু অর্জুনের প্রশংসায় পোস্ট অনুপম খেরের
Anupam Kher on Allu Arjun: ট্যুইটারে এদিন একটি ছবি পোস্ট করে অনুপম খের লেখেন, 'পুষ্পা দেখলাম!! আক্ষরিক অর্থেই ব্লকবাস্টার। লার্জার দ্যান লাইফ, পুরো পয়সা উসুল।'
নয়াদিল্লি: মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে চলেছে 'পুষ্পা: দ্য রাইজ' (Pushpa: The Rise)। অল্লু অর্জুনে (Allu Arjun) মগ্ন এখন গোটা ভারত। তাঁর অনুরাগীদের তালিকায় যুক্ত হল নতুন নাম। প্রবীণ বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। 'পুষ্পা' দেখে মুগ্ধ তিনিও। ছবিটি দেখে ট্যুইটারে নিজের অনুভূতির কথা জানালেন অনুপম খের।
ট্যুইটারে এদিন একটি ছবি পোস্ট করে অনুপম খের লেখেন, 'পুষ্পা দেখলাম!! আক্ষরিক অর্থেই ব্লকবাস্টার। লার্জার দ্যান লাইফ, পুরো পয়সা উসুল। স্নেহের অল্লু অর্জুন তুমি তো রকস্টার!! তোমাকে প্রত্যেকটা মুহূর্তে উপভোগ করেছি। আশা করছি খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করব। গোটা টিমকে অনেক শুভেচ্ছা! জয় হো!'
Watched #Pushpa!! BLOCKBUSTER of a film in real sense. Larger than life, high on adrenal and full paisa Vasool. And dear @alluarjun you are a #Rockstar!! Loved every nuance & attitude of yours. Hope to work with you soon. A big CONGRATULATIONS to the whole team! Jai Ho!👏😍👏🙌 pic.twitter.com/DJjYKWSzzU
— Anupam Kher (@AnupamPKher) January 28, 2022
অল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় সৌজন্য বোধের জন্য জনপ্রিয়। ফলে অনুপম খেরের পোস্ট দেখে উত্তর দেবেন না তা কীকরে হয়। অল্লু অর্জুন উত্তর দিয়েছেন অনুপম খেরকে। লিখেছেন, 'অনুপম জি... আপনার থেকে প্রশংসা পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ। আপনার এমন মনে হয়েছে দেখে খুব খুশি হয়েছি। আমিও আশা করছি আপনার সঙ্গে কাজ করতে পারব। এত ভালবাসার জন্য ধন্যবাদ।'
Anupam ji … it’s a pleasure to receive a heartfelt compliment from you . Humbled . So glad you felt all that . Hope to work with you too . Thank you for all the love 🖤
— Allu Arjun (@alluarjun) January 29, 2022
'পুষ্পা' আপাতত রাজত্ব করছে গোটা দুনিয়ায়। ভারতের বক্স অফিস তো কাঁপাচ্ছেই, সেই সঙ্গে এই ছবির গানে মেতেছেন দেশ-বিদেশের খেলোয়াড়রাও। কখনও ডেভিড ওয়ার্নার তো কখনও হার্দিক পাণ্ড্য। 'শ্রীভল্লি' থেকে 'সামি সামি', ঝড় তুলেছে সমস্ত গান।
আরও পড়ুন: Raveena Tandon: নায়কের প্রেমিকার 'আবদারে' খোয়াতে হয় ছবির কাজ, বিস্তারিত জানালেন রবিনা টন্ডন