Allu Arjun: ক্যাফেতে সস্ত্রীক অল্লু অর্জুনকে চিনতে পেরেই ছেঁকে ধরলেন অনুরাগীরা! অস্বস্তিতে স্নেহা, সামলালেন নায়ক
Allu Arjun News: ভিড় এতটাই বেড়ে যায় যে, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় স্বয়ং অল্লু অর্জুনকেই। অনুরাগীদের সরে গিয়ে রাস্তা করে দেওয়ার অনুরোধ করতে থাকেন তিনি।

কলকাতা: তারকাদের ঘিরে ভিড়, নতুন কিছু নয়। কিছু কিছু সময়ে সেই ভিড় এতটাই মাত্রা ছাড়িয়ে যায় যে, অস্বস্তিতে পড়ে যান নায়ক নায়িকা বা তারকারাই! সদ্যই এই ঘটনা ঘটেছে একাধিক তারকার সঙ্গে। আর সদ্যই, এবার অস্বস্তির মুখে অল্লু অর্জুন (Allu Arjun) -এর স্ত্রী স্নেহা রেড্ডি (Sneha Reddy)। অল্লু অর্জুনের সঙ্গে স্নেহা সদ্যই একটি ক্যাফেতে গিয়েছিলেন। সেখানেই তারকা দম্পতিকে ঘিরে ধরেন অনুরাগীরা। অল্লু অর্জুনের অনুরাগীদের সংখ্যা প্রচুর। পাশাপাশি, স্নেহার অনুরাগী ও রয়েছে। তাঁদের দেখতে পেয়ে ঘিরে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন অনুরাগীরা। আর সেখানেই বাঁধে বিপত্তি।
ভিড় এতটাই বেড়ে যায় যে, পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় স্বয়ং অল্লু অর্জুনকেই। অনুরাগীদের সরে গিয়ে রাস্তা করে দেওয়ার অনুরোধ করতে থাকেন তিনি। কিন্তু ভিড়ের মধ্যে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এর আগেও, অল্লু অর্জুনকে ঘিরে উত্তেজিত জনতার ভিড় তৈরি হয়েছিল। 'পুষ্পা ২'-এর প্রচারের সময় অল্লু অর্জুনকে ঘিরে জনতার ভিড় তৈরি হয়েছিল। সেই ভিড় সামাল দিতে হিমশিম খেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু ও হয়েছে একজনের। আর এবার, প্রায় সেই পরিস্থিতির ফের একবার মুখোমুখি হলেন অল্লু অর্জুন।
এদিন অল্লু অর্জুন আর স্নেহা যখন ক্যাফেতে গিয়েছিলেন, তখন তাঁদের কেউ চিনতে পারেননি প্রথমটা। কিন্তু তাঁদের চিনতে পারার পরেই অনুরাগীদের ভিড় জমে যায়। প্রত্যেকেই চায় অল্লু অর্জুন আর স্নেহার সঙ্গে ছবি তুলতে। পরিস্থিতি সামাল দিয়ে হিমশিম নিরাপত্তারক্ষীরা। শেষে মাঠে নামেন অল্লু অর্জুনই। তিনি অনুরাগীদের সরে যেতে অনুরোধ করেন। অস্বস্তিতে পড়েন স্নেহা, তাঁকে হাত ধরে ভিড় থেকে বের করে আনেন অল্লু অর্জুন। স্ত্রীকে নিয়ে এসে গাড়িতে তোলেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই ফের প্রশ্ন উঠে গিয়েছে তারকাদের নিরাপত্তা নিয়ে।
প্রসঙ্গত, এর আগে কার্যত এই একই পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, নিধি আগরওয়াল ও সমান্থা রুথ প্রভু। প্রথমে নিধি আগরওয়াল একটি অনুষ্ঠানে গিয়ে অনুরাগীদের ভিড়ে আটকে পড়েন। অভিযোগ, তাঁর পোশাক ও টেনে ধরেন অনুরাগীরা। কোনওমতে সেই পরিস্থিতি থেকে বাঁচেন নিধি। এরপরে একটি স্টোরের উদ্বোধনে এসে অস্বস্তিতে পড়েন সামান্থাও। অনুরাগীদের ভিড় ঘিরে ধরে তাঁকেয সেই পরিস্থিতি থেকেও কোনওমতে বাঁচেন সামান্থা। তাঁর শাড়ি ও ছিঁড়ে যায় বলে অভিযোগ।






















