Vicky Kaushal: 'ছাবা' ভিকি কৌশলকে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে ধন্যবাদও দিচ্ছেন অল্লু অর্জুন! কী করেছেন তিনি?
Pushpa on Vicky's Chhawa: ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'ছাবা'। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ভিকি কৌশল। ছবিটিতে রয়েছেন রশ্মিকা মন্দানাও। আর

কলকাতা: ডিসেম্বরের ৬ তারিখে মুক্তি পেয়েছে এই ছবি। আর সেই ছবি মুক্তির পরেই রেকর্ড গড়েছে সেটি। একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যেই প্রবেশ করেছে বলিউডের অন্য়তম সেরা ব্যবসা করা ছবির তালিকায়। এই ছবিটির জন্যই পিছিয়ে দেওয়া হয়েছিল একাধিক ছবির মুক্তি। তার মধ্যে অন্যতম ছিল 'ছাবা' (Chawa)। সামনেই মুক্তি পাচ্ছে 'ছাবা', আর সেই ছবি মুক্তির আগে ভিকি কৌশল (Vicky Kaushal) ও তাঁর ছবির প্রযোজক, পরিচালককে ধন্যবাদ জানালেন অল্লু অর্জুন (Allu Arjun)।
১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'ছাবা'। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। ছবিটিতে রয়েছেন রশ্মিকা মন্দানাও। আর এই ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল 'পুষ্পা ২'-এর সঙ্গে সঙ্গেই। ৬ ডিসেম্বর। কিন্তু 'পুষ্পা-২' মুক্তির ঘোষণা করার পরেই পিছিয়ে দেওয়া হয় এই ছবির মুক্তি। 'পুষ্পা-২'-কে যথেষ্ট সময় দিয়ে এই ছবির মুক্তি পিছিয়ে আনা হয় ফেব্রুয়ারির মাঝামাঝি। আর সিনেমার সঙ্গে যুক্ত মানুষদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অল্লু অর্জুন।
এই প্রসঙ্গে অল্লু অর্জুন বলেছিলেন, 'আমি নিজে বলিউডের পরিচালকদের ফোন করে বলেছিলাম, ডিসেম্বরের ৬ তারিখ 'পুষ্পা ২' মুক্তি পাচ্ছে। এই দিনটা যদি হিন্দি ছবির পরিচালক প্রযোজকেরা ছবি মুক্তি না রাখেন, তাহলে ভাল হয়। প্রত্যেক বলিউড পরিচালক প্রযোজক আমায় জানিয়েছিলেন, তাঁরা সবাই 'পুষ্পা-২'-এর অনুরাগী। তাঁরাও এই ছবির জন্য অপেক্ষা করছিলেন। সেই কারণে যেদিন 'পুষ্পা-২' আসবে, সেদিন তাঁরা কোনও ছবিই মুক্তি দেবেন না। এরপরে আমি সেই সমস্ত পরিচালক প্রযোজককে ব্যক্তিগতভাবে ফোন করে ধন্যবাদ জানিয়েছিলাম।
অন্যদিকে, গত ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে গিয়েছে এই ছবি। নেটফ্লিক্সের (Netflix) পর্দায় মুক্তি পেয়েছে 'পুষ্পা ২' । হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালি ভাষায় আজই মুক্তি পেয়ে গিয়েছে এই ছবি। খুব তাড়াতাড়ি কন্নড় ভাষাতেও ওটিটিতে মুক্তি পেয়ে যাবে এই ছবি। কিন্তু কেন সিনেমাহলে দেখে এলেও, ওটিটিতে দেখতেই হবে 'পুষ্পা ২'? নির্মাতারা জানাচ্ছেন, সেন্সর বোর্ডের কোপে এই ছবি থেকে যে ২৪ মিনিট বাদ পড়েছিল, সেই ২৩ মিনিট যোগ করে দেওয়া হয়েছে ওটিটি ভার্সনটিতে। অর্থাৎ গল্পের দৈর্ঘ্য বেড়ে হয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
