Bollywood Celebrity Updates: করিনা কপূর খানের সঙ্গে সম্পর্ক কেমন? স্পষ্ট জানালেন আমিশা পটেল
ব্লকবাস্টার হিট ছবি 'কহো না পেয়ার হ্যায়' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন আমিশা পটেল।বিপরীতে নবাগত হৃত্বিক রোশন। শোনা যায়, সেই ছবির জন্য নায়িকার চরিত্রে আমিশার পরিবর্তে প্রথম পছন্দ ছিলেন করিনা কপূর খান
![Bollywood Celebrity Updates: করিনা কপূর খানের সঙ্গে সম্পর্ক কেমন? স্পষ্ট জানালেন আমিশা পটেল Ameesha Patel opens up on rumours of feud with Kareena Kapoor, says 'no enmity', know in details Bollywood Celebrity Updates: করিনা কপূর খানের সঙ্গে সম্পর্ক কেমন? স্পষ্ট জানালেন আমিশা পটেল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/28/c307540094f78bb6f53992f9703d60fc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রীর সঙ্গেই করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) সম্পর্ক ততটা মধুর নয়। এ কথা কান পাতলেই জানা যায়। সেই তালিকার অন্যতম নাম হিসেবে শোনা যায় 'কহো না পেয়ার হ্যায়' অভিনেত্রী আমিশা পটেলের (Ameesha Patel) নাম। গত বেশ কিছু বছর ধরে দুই অভিনেত্রীর মধ্য সম্পর্ক একেবারেই ভালো নয় বলে জানা যায়। সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুললেন আমিশা পটেল। খোলাখুলি জানিয়ে দিলেন করিনা কপূর খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব নাকি শত্রুতা?
ব্লকবাস্টার হিট ছবি 'কহো না পেয়ার হ্যায়' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন আমিশা পটেল। বিপরীতে নবাগত হৃত্বিক রোশন। শোনা যায়, সেই ছবির জন্য নায়িকার চরিত্রে আমিশার পরিবর্তে প্রথম পছন্দ ছিলেন করিনা কপূর খান। হৃত্বিক রোশনের বিপরীতে তাঁকেই চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু কোনও কারণবশত ছবির শ্যুটিং শুরু হওয়ার পর 'কহো না পেয়ার হ্যায়' থেকে সরে যান করিনা। বিভিন্ন সূত্রে দাবি করা হয়, পরবর্তীকালে ছবি মুক্তি পাওয়ার পর 'সোনিয়া' চরিত্রের জন্য আমিশা পটেলকে খারাপ অভিনেত্রী বলেছিলেন বেবো। তিনি ওই চরিত্রে একেবারেই অভিনয় করতে পারেননি, এমনটাই নাকি করিনা বলেন। বিভিন্ন সূত্রের দাবি এমনটাই।
আরও পড়ুন - Madhuri Dixit's debut OTT series: ওটিটিতে আত্মপ্রকাশ মাধুরী দীক্ষিতের, কবে মুক্তি পাবে 'দ্য ফেম গেম'?
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমিশা পটেল বলেন, 'আমার মনে হয়, এই বি,য়ে আমার কোনও কথা বলা উচিত নয়। আমি শুধুমাত্র পজেটিভ জিনিসগুলো নিয়েই আলোচনা করতে চাই। আমি এই প্রসঙ্গে বিশেষ কিছু জানি না। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব নায আমরা সকলেই জানি করিনা কত ভালো একজন অভিনেত্রী। যদি তিনি আমার সম্পর্ক এমন বলে থাকেন, তাহলে ঠিক আছে। কোনও অসুবিধা নেই। আমি এটাও জানি না যে সত্যিই করিনা এটা বলেছিল নাকি এটাও সংবাদমাধ্যমের তৈরি করা।'
আমিশা আরও বলেন, 'আমার কোনও শত্রু নেই। এমনকি করিনাকে যখন কোনও ছবিতে দুর্দান্ত অভিনয় করতে দেখি কিংবা কোনও গানে অসাধারণ পারফরম্যন্স করতে দেখি, তখন আমি আমার ঘনিষ্ঠমহলে ওর প্রশংসা করি। ও খুবই সুন্দরী। আর অবশ্যই একজন অসাধারণ অভিনেত্রী।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)