Ameesha Patel: 'কাহো না প্য়ায়ার হ্য়ায় থেকে বের করে দেওয়া হয়েছিল করিনাকে', বিস্ফোরক মন্তব্য় আমিশার
Ameesha Patel : সম্প্রতি আমিশা পটেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন 'গদর ২' পরিচালক অনিল শর্মা।
কলকাতা: ২০০০ সালে মুক্তি পায় রাকেশ রোশন পরিচালিত ছবি 'কাহো না প্য়ায়ার হ্য়ায়'। এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করেন হৃত্বিক রোশন। এই ছবিতেই হৃত্বিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন আমিশা পটেল (Ameesha Patel)। তবে জানা গেছিল, আমিশা জায়গায় অভিনয় করার কথা ছিল করিনা কপূর খানের। তবে ছবি থেকে নাকি পরিচালকই করিনাকে বের করে দেন করিনাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী।
আমিশা (Ameesha Patel) জানান,'রাকেশ স্য়ার আমাকে বলেছিলেন, তাঁর ও করিনা কপূর খানের মধ্য়ে মত পার্থক্য় হয়েছিল', আর সেই কারণেই করিনাকে তিনি ছবি থেকে সরিয়ে দেন।'
আমিশা (Ameesha Patel) আরও বলেন,'একটি বিয়ে বাড়িতে গিয়ে রাকেশ স্য়ার আমাকে দেখেন, তখনই তিনি ভেবেছিলেন আমাকে সোনিয়ার ভূমিকায় নেওয়ার কথা।'
আরও পড়ুন...
'গ্রিন-টি' কিন্তু সবার জন্য নয়! কারা খেতে পারেন, কাদের জন্য ক্ষতি? কী জানালেন পুষ্টিবিদ?
সম্প্রতি আমিশা পটেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক। অনিল বলেন, 'আমার সঙ্গে কখনও কারোও সম্পর্ক খারাপ হয়নি। অনেক সময় কাজ করতে গিয়ে হয়তো ঝগড়ঝাঁটি হয়েছে, তবে আবার তা ঠিকও হয়ে গিয়েছে। আমি কখনও মনোমালিন্যকে দীর্ঘস্থায়ী হতে দিই না। আমি বিশ্বাস করি সবাই ভালবাসায়, ভালভাবে থাকতে বা কাজ করতেই ভালবাসেন। আমিশাও ঠিক তাই। ও অনেক বড় ঘরের মেয়ে তাই সম্ভবত ওঁর কিছু ব্যবহারে সমস্যা রয়েছে। অনেক ব্যবহারে ওকে অহংকারী বলে মনে হয় অনেকেরই। তবে সেই আবরণটা সরিয়ে ফেললেই, আমিশা ভীষণ ভাল মনের একজন মানুষ। সবার সঙ্গে মিলেমিশে থাকতেই ভালবাসে ও।'
উল্লেখ্য়, ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল (Ameesha Patel) অভিনীত 'গদর ২' (Gadar 2)। মুক্তির পর থেকেই বিপুল ব্যবসা করে চলেছে এই ছবি এবং ভাঙছে একের পর এক রেকর্ড। সম্প্রতি আরও ভারি হল রেকর্ডের পাল্লা। মাত্র ২২ দিনে ৪৮৭ টাকা আয় করেছে এই ছবি। ইতিমধ্য়েই হিন্দি ছবির মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে পৌঁছেছে 'গদর ২'। পিছনে ফেলেছে আমির খানের (Aamir Khan) 'দঙ্গল' (Dangal) ও যশের (Yash) 'কেজিএফ চ্যাপ্টার ২'-কে (KGF Chapter 2)।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন