Abhishek-Aishwarya: অভিষেকের আঙুল থেকে 'উধাও' বিয়ের আংটি, তাহলে কি জল্পনা সত্যি? ভাঙন ধরল বচ্চন পরিবারে?
Abhishek Bachchan: বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনুরাগীরা চিন্তিত, বচ্চন পরিবারে কি এবার তাহলে ধরল ভাঙন? নিজের মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বর্যা সেই খবরও রাষ্ট্র হতে সময় নেয়নি।
নয়াদিল্লি: সম্প্রতি প্রায়ই শিরোনামে থাকছেন গোটা বচ্চন পরিবার (Bachchan Family)। বিশেষত অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। যদিও কোনও সুখকর কারণে নয়। শোনা যাচ্ছে, ভাঙন ধরেছে তাঁদের সম্পর্কে। সোশ্যাল মিডিয়া ভরেছে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে। স্বভাবতই বেশ চিন্তায় জুটির অনুরাগীরা। এরই মধ্যে দুই তারকার ক্ষেত্রেই এক বিশেষ বদল নজর করলেন তাঁরা, যাতে অনেকেই আরও বিশ্বাস করতে শুরু করেছেন যে অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কে সত্যিই ভাঙন ধরেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ফাঁকা' আঙুলের ছবি, সম্পর্কে ভাঙন স্পষ্ট?
সম্প্রতি এক নেটিজেন একটি ছবি শেয়ার করে লেখেন, 'সম্প্রতি অভিষেক আর তাঁর বিয়ের আংটি পরছেন না, এতদিন পর্যন্ত উনি সেটা পরে থাকতেন সবসময়। এবার, আমি গুজবগুলি বিশ্বাস করছি।' সম্প্রতি একটি ইভেন্টে অভিষেক বচ্চনকে দেখা যায় তাঁর 'বিয়ের আংটি' (wedding ring) ছাড়া। যে ছবি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে অভিনেতার হাতে আংটিটি নেই। স্বভাবতই তা শোরগোল ফেলেছে নেটপাড়ায়। একজন লেখেন, 'আমি ট্যুইটারেও একজনকে উল্লেখ করতে দেখলাম এটা। এটা কতটা সত্যি জানা নেই, তবে আমি সবসময়েই ভাবতাম যে বচ্চন পরিবারে ডিভোর্স কখনওই সম্ভব নয়। এটা আশা করিনি।'
অপর একজন সেই পোস্টেই লেখেন, 'যতদিন অমিতাভ বেঁচে আছেন, তিনি এরকম কখনওই হতে দেবেন না।' অপর এক নেটিজেন লেখেন, 'বচ্চন পরিবার এখনও এত ক্ষমতাশালী অমিতাভ বচ্চনের কারণে, তাঁকে ছাড়া হয়তো পরিবারটা নেপথ্যে হারিয়েই যাবে। অবশ্যই তাঁরা ধনীই থাকবেন কিন্তু কোনও ক্ষমতা থাকবে না।'
আরও পড়ুন: Animal Release OTT: মুক্তির ২দিনের মধ্যেই ওটিটিতে 'অ্যানিম্যাল'? রণবীরের ছবি চলে আসছে মোবাইলেই!
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনুরাগীরা চিন্তিত, বচ্চন পরিবারে কি এবার তাহলে ধরল ভাঙন? কিছুদিন আগেই জন্মদিন ছিল অভিষেক-ঐশ্বর্যার কন্যা আরাধ্যা বচ্চনের। তারকা-কন্যার জন্মদিনে আদুরে পোস্ট করেন তাঁর বাবা ও মা। তবে আলাদা আলাদা। তাছাড়া যে অমিতাভ বচ্চন, বিভিন্ন বিষয়ে নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সক্রিয় থাকেন, নাতনির জন্মদিনে তাঁকে কোনও পোস্ট করতে দেখা যায়নি। এই ঘটনাও নজর এড়ায়নি অনুরাগীদের। 'জলসা'য় যে বনিবনা হচ্ছে না আর তার জেরেই যে নিজের মায়ের সঙ্গে থাকছেন ঐশ্বর্যা সেই খবরও রাষ্ট্র হতে সময় নেয়নি। এখন এই সমস্ত খবরই সত্যি কি না, বলবে সময়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।