অমিতাভ থেকে লতা, ভিকি থেকে অনুষ্কা, কার্গিল বিজয় দিবসে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন সেলিব্রিটিদের
কার্গিল যুদ্ধ জয়ের পর পার হল ২০টি বছর। ২৬ জুলাই ছিল কার্গিল বিজয় দিবস। বিশেষ এই দিনে রাষ্ট্রনেতাদের পাশাপাশি ভারতীয় সেনাকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বলিউড সেলিব্রিটিরাও। সোশ্যাল মিডিয়ায় বলিতারকারা পোস্ট করেছেন শ্রদ্ধা-বার্তা।
we salute you for your sacrifice .. your determined fight to protect us all and our Country .. 🇮🇳🙏🇮🇳🙏🇮🇳🙏🇮🇳 https://t.co/NvNwmtUz9g
— Amitabh Bachchan (@SrBachchan) July 26, 2019
সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন লতা মঙ্গেশকরও। সঙ্গীতশিল্পী লিখেছেন, আজ কার্গিল বিজয় দিবস। ভারতীয় সেনার সামনে মাথা নত করে শ্রদ্ধা জানাই। সম্মান জানাই দেশের সেই সাহসী সন্তানদের, যাঁরা যুদ্ধে নিজেদের জীবন দিয়েছেন।
Aaj Kargil Vijay Diwas hai.Main hamare veer jawano'n ko koti koti naman karti hun aur veergati ko prapt hue un sabhi Bharat mata ke sapooton ko aadaranjali arpan karti hun. https://t.co/MaJtFj3HmO
— Lata Mangeshkar (@mangeshkarlata) July 26, 2019
অক্ষয় কুমার লিখেছেন, আমার খুব একটা বই পড়ার অভ্যেস নেই। তবে কার্গিল দিবস উপলক্ষ্যে মহান শহিদদের শ্রদ্ধা জানাতে পড়তে শুরু করেছি শিব আরুর ও রাহুল সিংহর লেখা "ইন্ডিয়া'স মোস্ট ফিয়ারলেস ২।
I’m not much into books, but today as we pay tribute to our brave martyrs on 20yrs of #KargilVijayDiwas, I’ve picked up #IndiasMostFearless 2 by @ShivAroor & @rahulsinghx . May we never forget our soldiers whose courage and heroism lets us live in peace, day after day. pic.twitter.com/gI6s20MwBX
— Akshay Kumar (@akshaykumar) July 26, 2019
ভারতীয় সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অভিনেতা সঞ্জয় দত্তও।
I salute our brave jawaans who fought valiantly in the Kargil war for our country’s sovereignty! Your sacrifice will always be remembered. Jai Hind 🇮🇳#KargilVijayDivas
— Sanjay Dutt (@duttsanjay) July 26, 2019
''উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'' খ্যাত ভিকি কৌশলও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন।
Remembering the courage and sacrifice of the real heroes who laid down their lives fighting for the nation. Salute. Jai Hind. #KargilVijayDiwas 🇮🇳 pic.twitter.com/dZZeNEQj73
— Vicky Kaushal (@vickykaushal09) July 26, 2019
কার্গিল বিজয় দিবসে কলম ধরেছেন আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু, ফারহান আখতারও। দেখে নেব কী লিখেছেন তাঁরা।
My heartfelt tribute to our martyrs of the Kargil War and a big salute to their valour and victory today! 🇮🇳 #KargilVijayDiwas
— Ayushmann Khurrana (@ayushmannk) July 26, 2019
A salute, homage, respect and gratitude to all the heroes in our armed forces who lost their lives in line of service for their country. 🙏🏻#KargilVijayDiwas #NeverForget #RememberTheGallantry
— Anushka Sharma (@AnushkaSharma) July 26, 2019
No words will be enough to thank the martyrs, their valour and sacrifices that they’ve made for us! Jai Hind 🇮🇳 #IndianArmy #KargilVijayDiwas
— Arjun Kapoor (@arjunk26) July 26, 2019