Amitabh Bachchan: পুত্র-কন্যার সঙ্গে ঘরোয়া জন্মদিন পালন করলেন বিগ বি, প্রকাশ্যে ছবি
Bollywood: অনুরাগী ও অন্যান্য তারকাদের থেকে ভূয়সী প্রশংসা লাভ করে এই পোস্ট। চাঙ্কি পান্ডে, নেহা ধূপিয়া, জোয়া আখতারের সকলেই ভালবাসা জানিয়েছেন পোস্টে।
নয়াদিল্লি: মঙ্গলবার, ১১ অক্টোবর, ৮০ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বলিউডের শাহেনশাহ তিনি। সাধারণ মানুষ তো বটেই, তাবড় তারকাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়েছেন। তবে আশির কোঠায় পৌঁছে একেবারে ছোট করেই উদযাপন সারেন তিনি। তারকা কন্যা শ্বেতা বচ্চন নন্দার (Shweta Bachchan Nanda) পোস্টে তাঁর ঝলমলে উদযাপনের ঝলক পাওয়া যায়।
'আশি'তে আসিলেন বিগ বি
মঙ্গলবার রাতে, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন শ্বেতা বচ্চন। বাবার সঙ্গে ম্যাচিং পোশাকে ট্যুইনিং করতে দেখা যায় তাঁকে। বোহো-স্টাইল ছাপা কুর্তায় পিতা-কন্যাকে পোজ দিতে দেখা যায়। বাড়িতেই উদযাপন সারেন। পরের ছবিতে দুই সন্তানের সঙ্গে বার্থডে বয়কে দেখা যায়। হলুদ কুর্তায় দিদি ও বাবার সঙ্গে ফ্রেমে দেখা যায় অভিনেতা অভিষেক বচ্চনকে। ছবি শেয়ার করে তিনি লেখেন, 'ট্যুইনিং অ্যান্ড উইনিং - দুর্দান্ত একটি দিনের নিখুঁত সমাপ্তি।'
View this post on Instagram
অনুরাগী ও অন্যান্য তারকাদের থেকে ভূয়সী প্রশংসা লাভ করে এই পোস্ট। চাঙ্কি পান্ডে, নেহা ধূপিয়া, জোয়া আখতারের সকলেই ভালবাসা জানিয়েছেন পোস্টে।
আরও পড়ুন: Shikhar Dhawan: সোনাক্ষী সিন্হা-হুমা কুরেশির 'ডবল এক্স এল' ছবিতে দেখা যাবে ক্রিকেট তারকা শিখর ধবনকে
পরিবারের সঙ্গে জন্মদিনের ডিনার সারার আগে হঠাৎই তাঁর অনুরাগীদের সারপ্রাইজ দেন অভিনেতা। বেরিয়ে আসেন নিজের বাসভবন থেকে। প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়ির সামনে উপস্থিত হওয়া অজস্র অনুরাগীদের মধ্যে তখন খুশির জোয়ার। সকলকে করজোড়ে ধন্যবাদ জানান অভিনেতা। অনুরাগীদের মধ্যে থেকে তখন ভেসে আসছে 'শুভ জন্মদিন' চিৎকার। এক বিনোদন পত্রিকার খবর অনুযায়ী, রাজনীতিক-বন্ধু মুলায়ম সিংহ যাদবের প্রয়াণের পর, নিজের জন্মদিনের উদযাপনে কাটছাঁট করেন বিগ বি।