Shikhar Dhawan: সোনাক্ষী সিন্হা-হুমা কুরেশির 'ডবল এক্স এল' ছবিতে দেখা যাবে ক্রিকেট তারকা শিখর ধবনকে
Double XL: সতরাম রামানি পরিচালিত এই ছবি আমাদের সমাজের একটা দিক তুলে ধরবে। সমাজের কিছু গতে বাঁধা ধারণাকে নস্যাৎ করবে এই ছবি। 'ডবল এক্স এল' ছবি শেখাবে যে কোনও স্বপ্ন দেখলে তা সত্যি করা যায়।
নয়াদিল্লি: ঘোষণার শুরু থেকেই শিরোনামে স্থান করে নিয়েছে সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) ও হুমা কুরেশি (Huma Qureshi) অভিনীত আগামী ছবি 'ডবল এক্স এল' (Double XL)। দুই স্থূলকায় মহিলার নিজের স্বপ্ন ছোঁয়ার গল্প বলবে এই সিনেমা। ছবির প্রথম ঝলক বেশ সাড়া ফেলেছে। এরপরই ছবি নির্মাতারা আরও বড় এক সারপ্রাইজ ঘোষণা করেছেন দর্শকদের জন্য। ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে ক্রিকেট তারকা শিখর ধবনকে (Shikhar Dhawan)।
হিন্দি সিনেমায় শিখর ধবন
হুমা কুরেশি এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। যেখানে কালো স্যুট পরে নাচের পোজে দেখা যাচ্ছে শিখর ধবনকে। সঙ্গী হুমা কুরেশি।
ছবিতে অভিনয় করার ব্যাপারে শিখর ধবন জানান, তাঁর এই সিদ্ধান্তটি বেশ সহজাত ছিল। তিনি বলেন, 'দেশের হয়ে খেলি। ফলে জীবন খুবই ব্যস্ত থাকে। আমার প্রিয় সময় কাটানোর উপায়গুলির মধ্যে একটি হল ভাল বিনোদনমূলক সিনেমা দেখা। এরপর যখন সুযোগ এল আর আমি গল্পটা শুনলাম, সেটা আমার মধ্যে গভীর প্রভাব ফেলে। এটি সমগ্র সমাজের জন্য একটি সুন্দর বার্তা নিয়ে আসবে এবং আমি আশা করি যে অনেক অল্পবয়সী ছেলেমেয়েরাই এই ছবি দেখে অনুপ্রাণিত হবে।'
View this post on Instagram
সতরাম রামানি পরিচালিত এই ছবি আমাদের সমাজের একটা দিক তুলে ধরবে। সমাজের কিছু গতে বাঁধা ধারণাকে নস্যাৎ করবে এই ছবি। 'ডবল এক্স এল' ছবি শেখাবে যে কোনও স্বপ্ন দেখলে তা সত্যি করা যায়।
আরও পড়ুন: Ram Setu: প্রত্নতাত্ত্বিক অক্ষয় বাঁচাতে পারবেন রাম সেতুকে? ঝলকে মিলেমিশে কল্পনা আর ইতিহাস
এই ২০২২ সালে দাঁড়িয়েও ভারী চেহারার মহিলাদের নানা কটাক্ষের শিকার হতে হয়। নানা অবাঞ্ছিত কথাও শুনতে হয় সমাজের নানা মানুষের থেকে। রোগা ছিপছিপে চেহারাই যেন মেয়েদের পক্ষে আদর্শ। কখনও কখনও তা মানুষকে অসম্মানের পর্যায়েও পৌঁছে যায়। এই 'বডিশেমিং'-এর অভ্যাসের বিরুদ্ধেই আওয়াজ তুলবে এই ছবি।