যক্ষার সচেতনতা প্রসারে অবদানে অমিতাভকে সম্মান মার্কিন দূতাবাসের
মুম্বই: যক্ষা মোকাবিলায় সচেতনতার প্রসারে অমূল্য অবদানের জন্য বলিউড তারকা অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান দিল মার্কিন দূতাবাস। গতকাল মার্কিন দূত রিচার্ড ভার্মা ৭৪ বছরের অভিনেতার হাতে যক্ষা মোকাবিলায় ভারত-মার্কিন সম্পর্কে বিশেষ অবদানের স্বীকৃতির পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, অমিতাভ নিজেও যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। তিনি যক্ষা সংক্রান্ত ব্র্যান্ড অ্যাম্বাসাডরও।
পুরস্কার গ্রহণ করে যক্ষার ব্যাপারে সচেতনতা ছড়ানোয় দুই দেশের সহযোগিতার ব্যাপারে ভার্মার সঙ্গে আলোচনা করেন বিগ বি। অমিতাভ জানান, ২০১৫-তে পদ্ম বিভূষণ পাওয়ার সময় ভার্মার সঙ্গে তাঁর পরিচয়। এর এক সপ্তাহ পরেই মার্কিন দূত তাঁকে ভারতে যক্ষা সংক্রান্ত সচেতনতা অভিযানে অংশগ্রহণের আর্জি জানান। বলিউড অভিনেতা সেই প্রস্তাব গ্রহণ করেন।
অমিতাভ বলেন, এটা খুবই পরিতাপের বিষয় যে, বিশ্বে ভারতেই সবচেয়ে বেশি মানুষ যক্ষার শিকার।
অমিতাভ স্মৃতিচারণা করে বলেন, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ চলার সময় তিনি মেরুদণ্ডে ব্যথা অনুভব করতেন। দিনে ৮-৯ টি পেনকিলার খেতে হত। এরপর তাঁর যক্ষা ধরা পড়ে। তবে সঠিক সময়ে এই রোগ ধরা পড়লে তা সহজেই নিরাময় করা যায়।