এক্সপ্লোর
Advertisement
৪৪ বছরের ‘সিলসিলা’ এখনও যথেষ্ট পাকাপোক্ত, বিবাহবার্ষিকীতে টুইট বিগ বি-র
মুম্বই: ১৯৭৩ সালের জুন মাসের তিন তারিখ। বিয়ে হয়েছিল বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের। সেসময় রুপোলি পর্দায় বেশ কয়েকটা ছবিতে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী জয়া ভাদুরীও। ১৯৭৩ সালের এই দিনেই এক হয় চারহাত। তারপরটা ইতিহাস এবং সে কাহিনী সকলেরই জানা।
নিজের জীবনের এই বিশেষ দিনটির কথা মনে করে নস্টালজিক অমিতাভ টুইটারে একটি মেসেজেও পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন 'এতদিন শুধু ভাসবাসাতেই পরিপূর্ণ হয়ে থেকেছি। ৪৪ বছরের ‘সিলসিলা’। প্রত্যেককে ধন্যবাদ যাঁরা তাঁকে এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন'। অভিনেতা তাঁর জীবনের এই দিনটির অভিজ্ঞতার কথা ব্লগেও শেয়ার করেছেন। সেখানেই তিনি লেখেন সেসময় তিনি থাকতেন তাঁদের ভাড়া বাড়ি ‘মঙ্গলে’। জেপিভিডি স্কিম, সেভেনথ রোডে ছিল সেই বাড়ি। সেখান থেকে বেরিয়ে সেদিন মা-বাকে নিয়ে বিগ বি যাচ্ছিলেন পন্টিয়াক স্পোর্টসে তাঁদের নতুন দু কামড়ার ফ্ল্যাটে। সেসময় অমিতাভের গাড়ির চালক নাগেশ, যিনি এখন বেঁচে নেই তিনি জোর করে তাঁদের নিয়ে যান মালাবার হিলসে জয়া বচ্চনের এক আত্মীয়র বাড়িতে। সেখানে পৌঁছতেই প্রতিবেশীরা চিত্কার করে বলেন ‘হুরে বিয়ের পাত্র হাজির’। সেই সময় শুরু হয় অল্প বৃষ্টিও। তারপরের ঘটনা সকলেরই জানা। বলিউডের এই দম্পতি একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন যেমন ‘সিলসিলা’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’ এবং আরও অনেক।T 2443 - June 3, 1973 .. 44 years of marriage .. thank you all for the wishes you send .. grateful and filled with love .. !! pic.twitter.com/Pl1eegkAEQ
— Amitabh Bachchan (@SrBachchan) June 2, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement