Amitabh and Abhishek: 'জীবনের সঙ্গে মিশে যায়...', ছেলে অভিষেকের 'আই ওয়ান্ট টু টক' দেখে আপ্লুত অমিতাভ
Amitabh Bachchan News: অমিতাভ লিখছেন, 'কিছু ছবি থাকে যেগুলো বিনোদনের জন্যই। আবার কিছু সিনেমা থাকে যেগুলো দর্শকদের সিনেমার মধ্যেকার জীবনটাকে বেঁচে নিতে বাধ্য করে'
![Amitabh and Abhishek: 'জীবনের সঙ্গে মিশে যায়...', ছেলে অভিষেকের 'আই ওয়ান্ট টু টক' দেখে আপ্লুত অমিতাভ Amitabh Bachchan reacts on Abhishek Bachchan I want to talk film Entertainment News Bollywood Amitabh and Abhishek: 'জীবনের সঙ্গে মিশে যায়...', ছেলে অভিষেকের 'আই ওয়ান্ট টু টক' দেখে আপ্লুত অমিতাভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/dce73ee2c619c28442042df95941817a173253584794649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তিনি সবসময়েই রয়েছেন ছেলের পাশে। ছেলে যদি কোনও ভাল কাজ করেন, তাহলে সবার সামনেই ছেলের পিঠ চাপড়ে দিতে দ্বিধাবোধ করেন না এই তারকা। বাদ গেল না নতুন ছবি 'আই ওয়ান্ট টু টক' (I Want To Talk)-এর ক্ষেত্রে। সদ্য মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) অভিনীত ছবি 'আই ওয়ান্ট টু টক'। আর ছেলের অভিনয় দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সোশ্যাল মিডিয়ায় ছেলের, ছেলের নতুন ছবির ভূয়সী প্রশংসা করে পোস্ট করলেন অমিতাভ। কী রইল তাতে?
অমিতাভ লিখছেন, 'কিছু ছবি থাকে যেগুলো বিনোদনের জন্যই। আবার কিছু সিনেমা থাকে যেগুলো দর্শকদের সিনেমার মধ্যেকার জীবনটাকে বেঁচে নিতে বাধ্য করে। 'আই ওয়ান্ট টু টক' ঠিক এমনই একটা সিনেমা। এই ছবিটা দর্শককে নিজের আসন থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে ছবির মধ্যে বসিয়ে দেবে আর ছবিতে যা যা চলছে তা বোঝার আগেই দর্শক নিজের জীবনকে মিশিয়ে ফেলবেন সিনেমাটার সঙ্গে। সিনেমাটার থেকে বাইরে বেরনোর উপায় নেই।'
প্রসঙ্গত, বর্তমানে অভিষেক ও ঐশ্বর্যের বিচ্ছেদের খবর নিয়ে সরগরম বলিউড। শোনা যাচ্ছে তাঁরা নাকি একসঙ্গে থাকছেন না। আর সম্ভবত এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অমিতাভ। অভিনেতার কথায়, 'গুজব তো গুজবই হয়। গুজব মানেই তো অসত্য কথা রটিয়ে দেওয়া কোনও সত্যতা যাচাই না করেই। তবে আমি কাউকে দোষ দিই না। তবে কেবল এটুকুই বলতে চাই যে কোনও তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। অনেকেই অনেক কথা লিখে দিচ্ছেন। তবে সমস্ত কথা সত্যি নয়। আমি আবারও বলব, কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।' এই পরিস্থিতিতে অমিতাভ অভিষেক বা ঐশ্বর্য্য কারও কথাই বললেননি। তবুও এই বক্তব্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অমিতাভ আরও লেখেন, তিনি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই পছন্দ করেন। আর সেই কারণেই তিনি পারিবারিক কোনও বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)