(Source: Poll of Polls)
Amitabh Bachchan: ফিরছে অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি'
Amitabh Bachchan: শুরু হতে চলেছে 'কৌন বনেগা ক্রোড়পতি' সিজন ১৫
কলকাতা: আবারও ফিরছে অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। সূত্রের খবর অনুযায়ী, ২৯শে এপ্রিল রাত ৯টা থেকে শুরু হতে চলেছে শুরু হতে চলেছে এই শো'এর রেডিস্ট্রেশন। ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে শো'এর প্রোমা।
প্রসঙ্গত, 'কৌন বনেগা ক্রোড়পতি' ১৪ তম সিজনে উপস্থিত হয়েছিলেন আমির খান, মেরি কম এবং সুনীল ছেত্রী এবং মিতালি মধুমিতা, প্রথম মহিলা অফিসার যিনি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড জিতেছিলেন এবং মেজর ডি.পি. সিং, ভারতের প্রথম ব্লেড রানার। এছাড়াও এই শো-তে অংশ নিয়েছিলেন প্রকাশ সিং, ভিকি কৌশল, কিয়ারা আদভানি, এবং শিল্পা রাও সহ বলিউডের আরও অনেকে সেলিব্রিটিরা।
আরও পড়ুন...
কার জন্য় ৩ কোটি মূল্য়ের গাড়ি কিনলেন মাধুরী দীক্ষিত?
উল্লেখ্য়, কিছুদিন আগে হায়দরাবাদে (Hyderabad) শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তাতে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। সমাজমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একের পর এক পোস্ট করেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্ত। একটু সুস্থ হতেই তাঁদের কৃতজ্ঞতা জানাতে ভোলেন নি বিগ বি। পাশাপাশি ব্লগ পোস্ট করে তিনি জানিয়েছিল, বুক বাঁধা অবস্থায় বিশ্রাম নিচ্ছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আবার কাজ শুরু করে দেবেন।
নিজের ব্লগে বিগ বি লিখেছিলেন- 'যদি আপনার শরীরে কোনো সমস্যা বা সমস্যা থাকে, তবে তা সত্ত্বেও পুরোপুরি সুস্থ হওয়ার ইচ্ছা আপনার মনে থাকা উচিত। এর পাশাপাশি তা ঠিক করার প্রচেষ্টাও অব্যাহত রাখতে হবে। পরিবারের শুভাকাঙ্ক্ষীদের যত্ন এবং ভালবাসা দিয়ে এটি করা সহজ করা যেতে পারে। সেই সঙ্গে সময় কাটানোর জন্য কাজের চেয়ে ভালো উপায় আর নেই। হ্যাঁ পাঁজরে ও পায়ের আঙুলে চোট আছে। এই ব্য়থার কীভাবে দ্রুত কমবে তারই চেষ্টা চালিয়ে যাচ্ছি।' এভাবেই ভক্তদের কাছে নিজের স্বাস্থ্যের আপডেটের তথ্য দিয়েছেন অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, আগের ব্লগে তিনি লিখেছিলেন, "যাঁরা আমি চোট পাওয়ার পর উদ্বেগ-প্রকাশ করেছিলেন, প্রথমেই তাঁদের কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই। আপনারা আমার শারীরিক অবস্থা নিয়ে যে এত খোঁজ রেখেছেন, তাতে আমি অভিভূত। ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সময় লাগবে। চিকিৎসকরা বিশ্রাম ও বুক বেঁধে রাখার পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী চলছি। সমস্ত কাজ থমকে আছে। অবস্থার উন্নতি হলে আবার কাজ শুরু করে দেব। কিন্তু, আপনাদের জন্য প্রচুর কৃতজ্ঞতা রইল।"