এক্সপ্লোর
যা দিয়েছি তার থেকে পেয়েছি অনেক বেশি, বললেন অমিতাভ বচ্চন

মুম্বই: যেখানে তিনি যান, সেখানেই অনুরাগীরা ঘিরে ধরেন তাঁকে। তাঁকে শুভেচ্ছা ও ভালবাসা জানান। আবেগাপ্লুত অমিতাভ বচ্চন বললেন, এই ভালবাসার বদলে তিনি যা দিতে পেরেছেন তা কিছুই নয়। তাঁর প্রাপ্তির ঝুলি অনেক ভারী। এই মুহূর্তে অমিতাভ রয়েছেন বুলগারিয়ায়, ব্যস্ত ব্রহ্মাস্ত্র-র শ্যুটিংয়ে। নিজের ব্লগে লিখেছেন, আমাদের সময় থেকে এখন পর্যন্ত ছবি তৈরিতে বহু পরিবর্তন এসেছে। আজকাল প্রকল্পের ওপর অসংখ্য ইউনিট ও ক্রুয়ের কর্মী কাজ করেন। ছবি তৈরি ও প্রোডাকশনের সময় নজর দেওয়া হয় পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটিতে। এ সব দেখে অবাক হয়ে যান তিনি। বিগ বি লিখেছেন, ইউনিটের লোকজন যেভাবে তাঁর খেয়াল রাখেন তাতে অপরাধবোধ হয় তাঁর। তাঁকে যেভাবে ভালবাসা দেওয়া হয়, যত্ন করা হয়, তাতে তিনি বুঝতে পারেন, তাঁর অবস্থানটা ঠিক কোথায়। কিন্তু যখন এই ভালবাসার প্রাবল্য আরও বেড়ে যায় তখন অস্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















